ShareChat
click to see wallet page
ভাটপাড়ায় দশমীর রাতে দুর্গামূর্তির গয়না চুরি - এলাকায় চাঞ্চল্য সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও চুরি হয়ে গেলো ভাটপাড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সুটিয়া পাড়ার দুর্গামূর্তির গলার গয়না। ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গিয়েছে,কোমরের বিছা ও হাতের বালা বৃহস্পতিবার অর্থাৎ দশমীর রাতে উধাও হয়ে যায়। অভিযোগ, কয়েক লক্ষ টাকার গয়না চুরি হয়েছে। শুক্রবার সকালে মণ্ডপ কমিটির কর্মকর্তারা প্রতিমার গয়না নেই দেখে হতবাক হয়ে যান। এরপরই খবর যায় ভাটপাড়া থানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। স্থানীয়দের দাবি, মণ্ডপে সিসি ক্যামেরা লাগানো থাকলেও বিসর্জনের আগেই তা খুলে নেওয়া হয়েছিল। কেন আগেভাগে ক্যামেরা সরানো হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। তাঁদের অভিযোগ, এই কারণে প্রমাণ মেলাও কঠিন হবে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ৫ লক্ষ টাকার মূল্যের গয়না চুরি গিয়েছে। এভাবে দেবীর গা থেকে গয়না চুরি যাওয়ায় অভিযুক্তকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানাচ্ছেন স্থানীয় মানুষজন। বিষয়টি নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক রঙও চড়েছে। এখন দেখার প্রশাসন এক্ষেত্রে অভিযুক্তকে ধরে চুরি যাওয়া গহনা উদ্ধার করতে পারে কিনা। #religious
religious - ShareChat

More like this