ShareChat
click to see wallet page
🖤 জীবনে এত নিখুঁত মানুষ পেলে কী হবে… যদি ভালোবাসা না থাকে! জীবনে নিখুঁত মানুষ খুঁজতে গিয়ে আমরা অনেকেই ভুলে যাই— নিখুঁত হওয়া আর ভালোবাসতে পারা – এ দু’টো এক নয়। কারণ সম্পর্ক টেকে গুনাবলী দিয়ে নয়, টিকে থাকে অভিজ্ঞতা, উপলব্ধি আর অনুভূতি দিয়ে। 🖤 কেউ হয়তো জন্মগতভাবে খুবই পারফেক্ট — ▪️ তার আচরণে পরিমিতি আছে, ▪️ কথাবার্তায় শালীনতা, ▪️ জীবনযাপনে শৃঙ্খলা, ▪️ বাইরে থেকে দেখলে সে যেন অনবদ্য! কিন্তু যদি তার হৃদয়ের ভেতর তোমার জন্য একটু জায়গাও না থাকে, তবে সেই পারফেকশনই তোমাকে ধীরে ধীরে নিঃস্ব করে তুলবে। অনুজ বলে— "ভালোবাসা না থাকলে নিখুঁত মানুষটার পাশে বসেও তুমি একাকী হয়ে যাবে।" কারণ শেষমেশ মানুষ রূপের জন্য পাশে থাকে না, থেকে যায় মন ছোঁয়া অনুভূতির জন্য। 💔 কাউকে জীবনে নেওয়ার আগে দেখে নিও— সে তোমার ভুলগুলোকেও কি আপন করে নেয়? তোমার অভিমান, নীরবতা আর দুঃখের সময় কি পাশে থাকে? তোমার হাসিকে যতটা গুরুত্ব দেয়, কান্নাকেও কি ততটাই বোঝে? কারণ যে মানুষ তোমাকে ভালোবাসে, তাকে নিখুঁত হতে হয় না… তাকে শুধু তোমার মানুষ হতে হয়। 🖤 নিখুঁত সম্পর্ক নয়, অপূর্ণ ভালোবাসাই মানুষকে পূর্ণ করে তোলে। ─────────────── (📌 → অনুজ) ─────────────── – অনুজ কুমার পাল #lovequotes #relationshiptruth #feelings #অভিমান #ভালোবাসা #AnujPaul #BengaliPost #HeartTouching #womenfeelings #Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise #🎬আমার Acting ভিডিও🎭 #🎁 ShareChat Rewards⭐
Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise - জীবনে এত নিখুঁত মানুষ পেলে কী হরে! যদি ভালোবাসা না থাকে! জীবনে এত নিখুঁত মানুষ পেলে কী হরে! যদি ভালোবাসা না থাকে! - ShareChat

More like this