ShareChat
click to see wallet page
নিজের স্বপ্নকে আমি এতটাই সময় দিই, এতটা যত্ন, ভালোবাসা আর পরিশ্রম দিয়ে গড়ে তুলি… যেন একদিন মানুষ আমাকে কাছে পাবার কথা নয়— শুধুমাত্র এক মুহূর্ত চোখে দেখাটাকেও জীবনের অপূর্ণ স্বপ্ন ভেবে রাখে। কারণ আমি বিশ্বাস করি— স্বপ্ন তখনই পূর্ণতা পায়, যখন আরেকজনের হৃদয়ে নীরবে জন্ম নেয় এমন এক ইচ্ছে… 👉 “হয়তো আমিও একদিন নিজের মতো করে খুঁজে পাবো সেই সাহসটা…” আমি কত রাত হেরেছি, কতটা ভেঙেছি, কিন্তু সময়কে হারাতে দিইনি। কারণ আমি জানি— হাল ছেড়ে দিলে জীবনেরাও আর ফিরে আসে না। আমি অনুজ লিখি শুধু আমার কথা নয়… আমি লিখি সে সব নারীর অজানা যন্ত্রণার ভাষা, যারা চোখের জল চেপে হাসতে জানে, কিন্তু মনের কথা বলতে পারে না। আমি অনুজ লিখি সেইসব মেয়েদের জন্য, যারা নিজের ভেতরেই একটা ছোট্ট স্বপ্ন লুকিয়ে রাখে— যতটা মূল্য কেউ তাঁকে দেয়নি, একদিন হয়তো নিজেই নিজেকে সেই মূল্য দিতে পারবে। আমি চাই— যেসব নারী আজ চুপচাপ, তারা যেন একদিন বুক ভরে বলতে পারে, “আমি (অনুজ) যথেষ্ট… আমি (অনুজ) অসম্পূর্ণ নই।” আর যদি আমার লেখার একটা শব্দও তাদের সেই সাহস দেয়, তখনই বুঝব… স্বপ্ন শুধু আমার নয়, এটা আমাদের সবার! ✍️ অনুজ কুমার পাল #নারীরঅন্তরেরকথা #স্বপ্ন #সাহস #অনুজপল #HeartTouching #BanglaPost #WomenStrength #LifeReality #Motivation #RespectWomen #Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise #🎬আমার Acting ভিডিও🎭 #🎁 ShareChat Rewards⭐
Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise - নিজের ত্বপ্নকে এতটা সময় দিন যাতে আপনাকে চোখে দেখাটাও মানুষের স্বপ্ন হয়ে যায় নিজের ত্বপ্নকে এতটা সময় দিন যাতে আপনাকে চোখে দেখাটাও মানুষের স্বপ্ন হয়ে যায় - ShareChat

More like this