ShareChat
click to see wallet page
🌾 সরলতার মাশুল মানুষ ভাবে, সরল হওয়া মানেই ভালো হওয়া। কিন্তু বাস্তবতা তার উল্টো দিকটাই দেখায়। এই পৃথিবীতে যতটা সহজ, যতটা উদার হয়ে থাকবেন— মানুষ ততটাই আপনার সেই সরলতাকে নিজের স্বার্থে ব্যবহার করবে। সরল মানুষরা ভুল করে না, তারা শুধু বিশ্বাস করে ফেলে— সবাই হয়তো তার মতোই নিঃস্বার্থ হবে, সবাই হয়তো তার মতোই আন্তরিক হবে। কিন্তু এই ভুল বিশ্বাসের দামটাই সবচেয়ে বেশি… একসময় সেই উদারতাই পরিণত হয় কষ্টে, আর সেই সরলতা হয়ে যায় মানুষের চোখে দুর্বলতা। মানুষ তখন আপনাকে আঘাত দেয়, আপনার চুপ করে থাকা মানে ভাবে, আপনার আর বিকল্প নেই। কিন্তু আসলে সরলতা দুর্বলতা নয়, এটা এক ধরনের সাহস — যেখানে আপনি খারাপ পৃথিবীর মাঝেও নিজের ভালোত্ব হারাতে চান না। তবুও মনে রাখবেন— যে বেশি ভালো, তাকে সবাই ব্যবহার করে; তাই সময়মতো নীরব থাকা যেমন দরকার, তেমনি সময়মতো দূরে সরে যাওয়া আরও জরুরি। কারণ আপনি যতই উদার হন, মানুষ ততই পরীক্ষা নেবে— যতক্ষণ না আপনি নিজের সীমা টেনে দেন। 🌙 ✨ — ✍️ অনুজ (অনুজ কুমার পাল) --- #সরলতা #জীবনেরবাস্তবতা #AnujKumarPaul #EmotionalPost #BengaliQuotes #SelfRespect #অনুজএরলেখা #HeartTouching #RealityOfLife #DeepThoughts #SilentPain #LifeLesson #Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise #🎁 ShareChat Rewards⭐ #🎬আমার Acting ভিডিও🎭
Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise - সরলতার সুযোগ সবাই নিতে চায় উদারতা দেখাতে গিয়ে যত সরল হয়ে থাকবেন, মানুষ তত আঘাত দিতে থাকবে! সরলতার সুযোগ সবাই নিতে চায় উদারতা দেখাতে গিয়ে যত সরল হয়ে থাকবেন, মানুষ তত আঘাত দিতে থাকবে! - ShareChat

More like this