ShareChat
click to see wallet page
অদৃশ্য এক মায়াবী স্বপ্নঘোর মুহূর্তেই মন ভালো করে দিয়ে যায়। অদ্ভুত এক অনুভুতি মনপিঞ্জরে সুখের আভাস ছড়ায়। হৃদয়ে প্রণয়ের মোহ জাগায়। গোধূলিবেলার রোদ্রময়ী আকাশ দেখে অজান্তেই বক্ষস্পন্দন কম্পিত হয়। হৃদয়ের সবটুকু জুড়ে প্রবলভাবে কারও শূন্যতা অনুভব করে। এই শূন্যতার নাম নেই, রং নেই আর কোনো রূপও নেই। শহরের বুকে সন্ধ্যে নামলে নিয়নবাতির হলদে আলোর ভিড়ে সেই শূন্যতা বিলীন হয়ে যায়। মেঘ আনমনে নিজেকে প্রশ্ন করে, "কাকে মিস করি আমি? আর কেনোই বা মিস করি?" বর্ষণের অশ্রান্ত আকাশের মতো প্রশ্নগুলোও বিধ্বস্ত প্রায়। যার উত্তর খুঁজে পাওয়া দুষ্কর। আবার কখনো-সখনো মনে হয় কারো আরত্তে আবদ্ধ হয়ে আছে। কেউ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে তাকে আর ক্ষণেক্ষণে কানের কাছে ফিসফিসিয়ে বলে যাচ্ছে, “আমৃত্যু ভালোবাসি তোকে।" Order korun👇🏻 06295 730 993 #📣টাটকা আপডেট📰 #✍️মন ভাঙার শায়েরি❤️‍🩹 #📈লেটেস্ট আপডেট📰 #💘প্রেমিক-প্রেমিকা💖 #💓আমার প্রেমের গল্প💞
📣টাটকা আপডেট📰 - 0||59) 9[[||[ ஏ@ সালমা চৌধুরী 0||59) 9[[||[ ஏ@ সালমা চৌধুরী - ShareChat

More like this