ShareChat
click to see wallet page
চাষির অবস্থাটা চোখে আঙুল দিয়ে দেখালেই বোঝা যায়—এই পথে হাঁটলে ভবিষ্যৎ ভয়াবহ। প্রতিবাদের ভাষা এমন হওয়া দরকার: চাষিদের ঘাম শুকিয়ে যায়, কিন্তু ফসলের দাম শুকোয় তারও আগে। আলুর দাম পড়ে আছে মাটির মতো, আর বীজ আলু আগুনের দামে—এই বৈপরীত্যই চাষিকে ঠেলে দিচ্ছে দেউলিয়ার দিকে। সারের দাম প্রতিদিন বাড়ছে, কীটনাশকের দামও পিঠে চাপছে পাহাড়ের মতো। সরকার সবকিছুর দাম বাড়াতে পারে, কিন্তু চাষির ফসলের ন্যায্য মূল্য ঠিক রাখার ক্ষেত্রে নীরব। যে মানুষ দেশের অন্ন জোগায়, তার ভবিষ্যৎই আজ অনিশ্চিত। অন্য সেক্টরগুলোর দাম বাড়ছে, লাভ বাড়ছে—কিন্তু চাষি কি শুধু লসের জন্যই জন্মেছে? চাষিরা মারা পড়ছে শুধু ঋণের চাপে নয়, অবহেলার চাপে। এভাবে চললে কৃষি আর পেশা থাকবে না—থাকবে শুধু ক্ষতিগ্রস্ত মানুষের ভিড়। এটাই সময়— ফসলের ন্যায্য দাম নিশ্চিত করা, উৎপাদন খরচ কমানো, বীজ-সারকে সহনীয় মূল্যে পৌঁছে দেওয়া, আর চাষিকে সম্মান নিয়ে বাঁচার সুযোগ দেওয়া। চাষি বাঁচলে দেশ বাঁচবে—এই সত্যকে আর লুকিয়ে রাখা যাবে না। #💕রোম্যান্টিক ডায়ালগ 💕 #😇আজকের Whatsappস্টেটাস 🙌 #💕love_forever💑 #💌প্রেমের কোটস💓
💕রোম্যান্টিক ডায়ালগ 💕 - @srexpressions16 "ফসলের ঘামে দেশের ভাত; তবু চাষির ভাগ্যে শুধু লোকসান 'ত্যাচারের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ" -নির্বাক অ' @srexpressions1 6 @srexpressions16 "ফসলের ঘামে দেশের ভাত; তবু চাষির ভাগ্যে শুধু লোকসান 'ত্যাচারের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ" -নির্বাক অ' @srexpressions1 6 - ShareChat

More like this