আমি ক্ষমাও করতে চাই না!
আমি প্রতিশোধও নিতে চাই না!
কারণ প্রতিশোধ নিলে মনে আগুন জ্বলে,
আর ক্ষমা করলে সেই আগুনেই আবার ফিরে পুড়তে হয়।
আমি শিখেছি কিছু মানুষকে দূরে রাখা ক্ষমার থেকেও জরুরি।
আমি কাউকে কষ্ট দিতে চাই না,
কারও অহংকারের পতন দেখেও আনন্দ পাই না।
কিন্তু যাদের জন্য আমি রাতের পর রাত কেঁদেছি,
তাদের আর মনে জায়গা দিতে চাই না।
আমি আর কাউকে বোঝাতে চাই না
কতটা ভেঙে গেছি, কতটা কষ্ট পেয়েছি।
যে মূল্য বুঝতে পারেনি,
তার কাছে নিজের অনুভূতি নিয়ে দাঁড়ানোটা অপমানের মতো।
আমি শুধু শান্তি চাই।
চাই এমন একটা জীবন,
যেখানে বারবার ভুল মানুষকে বিশ্বাস করে নিজেকে হারাতে হবে না।
যারা আমাকে কষ্ট দিয়েছে,
তাদের বিচার আমি করব না।
সময় আর সৃষ্টিকর্তা দুজনেই খুব ন্যায়বান।
যে যেমন করেছে,
তার প্রাপ্য সে একদিন ঠিকই পেয়ে যাবে।
আমি ক্ষমা ও করতে চাই না আমি প্রতিশোধ ও নিতে চাই না!
মাফ করার মতো আমি কেউ নই!
তবুও আমার নালিশ,অভিযোগ,কষ্ট শুধু একজনের কাছেই জানাই!
যিনি সব জানেন, সব দেখেন, সব শুনেন,সব হিসেব রাখেন।
মানুষের বিচার ভুল হলেও,ওনার বিচার কখনো ভুল হয় না।
যে যাই করুক, তার প্রাপ্য সে একদিন পেয়ে যায়।
তাই আমি প্রতিশোধ চাই না,
আমি শুধু চাই আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলার ন্যায়বিচার।💔💯😊 #💔মনভাঙার গল্প #ツ꧁trนē liຖēŞ༒࿐🙂🙂 #life hurts 💔🥺 #broken heart #😔বাস্তব বড়ো কঠিন 😔

