ShareChat
click to see wallet page
বিনোদন 'ফসিলস'-এর ১২০ মিনিটের অনুষ্ঠানে কেঁপে উঠেছিল আটলান্টার পূর্বাশা দুর্গামন্ডপ আটলান্টায় এই প্রথম রূপমের ফসিলসের অনুষ্ঠান। ১৫ বছর ধরে আটলান্টায় দুর্গা পুজোতে বাংলার বহু শিল্পী গেলেও ফসিলসের অনুষ্ঠান এই প্রথম। ২৬ সেপ্টেম্বর ফসিলসের অনুষ্ঠান ঘিরে প্রবাসী বাঙালিদের মধ্যে তুঙ্গে ছিল উন্মাদনা। প্রেক্ষাগৃহে যেন শুধুই কালো মাথার ভিড়। ‘রূপম’ ও ‘ফসিলস’-এর নামে ওঠা চিৎকারে কেঁপে ওঠে চারপাশ। ১২০ মিনিটের এই অনুষ্ঠানে একের পর সুপারহিট গানে প্রবাসীদের আলাদা জগতে নিয়ে গিয়েছিলেন রূপম ও তাঁর টিম। আটলান্টার পুজোয় এবছর দেখা গিয়েছে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন। পূর্বাশার সভাপতি স্বাতী দাস জানিয়েছেন, “এইবছর আমাদের পুজো নিয়ে ছিল আলাদা উন্মাদনা। এবার আমাদের পুজো ১৫ বছরে পড়ল। ১৫ বছর ধরে আটলান্টায় বসবাসকারী বাঙালিদের ভালোবাসার প্রতিদান ফসিলসের অনুষ্ঠান।” পূর্বাশার বোর্ডের চেয়ারপার্সন গৌরব মজুমদার জানিয়েছেন, পূর্বাশা সবসময় সংস্কৃতি, যুব সম্প্রদায় ও উদযাপনের পক্ষে। এই বছর আমাদের পুজো ১৫ বছরের। ফসিলসের কনসার্ট তাতে অন্যমাত্রা যোগ করেছে। আমার মনে হয় এটাই আমাদের সেরা পুজো। এই কনসার্টকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ একছাতার তলায় এসেছিলেন। এই রকম অনুষ্ঠান আগামীতে আমাদের অনুপ্রাণিত করবে।” #Entertainment
Entertainment - ShareChat

More like this