আলো
শ্রীজাত বন্দোপাধ্যায়
নিজের গহনে যত আলো,
আজই তো সুযোগ। তাকে জ্বালো।
ছিল যত অভিমান জ’মে,
আজই যেন গলে যায় মোমে।
যত ক্ষোভ রেখেছিলে পুষে,
যেতে দাও, মশালে... ফানুসে...
যদি না ভিতর থেকে জ্বলি,
তাহলে কীসের দীপাবলি?
#🌞সুপ্রভাত☀️ #🪔দীপাবলি স্ট্যটাস🎆 #🎇শুভ দীপাবলি🎆 #💐💐শুভেচ্ছা স্টেটাস #🌺শুভ কালীপুজো 2025🪔

00:38