ShareChat
click to see wallet page
🌙 প্রতিটি মানুষের বুকের ভেতরে একান্তই একটা নিজের জগৎ থাকে… 🌙 যে জগতে কেউ প্রবেশ করতে পারে না, যেখানে শুধু নিজের ভাবনা, নিজের কষ্ট, নিজের নীরবতা— নিঃশব্দে ঘুরে বেড়ায়। সেই জগৎটাই হলো মানুষের সত্যিকারের ঠিকানা, যেখানে হাসির আড়ালে জমে থাকা অশ্রুগুলো কথা বলে, যেখানে “ভালো আছি” বলার ভেতরেও একচিলতে ব্যথা লুকিয়ে থাকে। 💔 প্রতিটি মানুষ দিনের শেষে সেই অদৃশ্য জগতে ফিরে যায়, যেখানে কেউ বিচার করে না, কেউ প্রশ্ন করে না, শুধু আত্মা নিজের সঙ্গে কথা বলে... কিছু স্মৃতি সেখানে এত গভীরে গেঁথে থাকে, যা সময়েও মুছে ফেলতে পারে না, আর কিছু অনুভূতি সেখানে এতটাই নরম, যা কাউকে বললে ভেঙে যাবে— তাই চুপ থাকে। 🌸 — “অনুজ” বলে, মানুষের আসল গল্প মুখে বলা যায় না, সেগুলো বুকের ভেতরের নীরব জগতে লুকিয়ে থাকে। যে সেখানে একবার প্রবেশ করতে পারে, সে-ই সত্যিকারের মানুষটাকে চিনে ফেলে। 💫 — ✍️ অনুজ কুমার পাল #জীবন #মন #অনুভূতি #ভালোবাসা #নীরবতা #অনুজ #AnujKumarPaul #BanglaQuotes #EmotionalThoughts #🎬আমার Acting ভিডিও🎭 #🎁 ShareChat Rewards⭐ #Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise
🎬আমার Acting ভিডিও🎭 - প্রতিটি মানুষের বুকের ভেত'রে একান্তই একটা নিজের জগত থাকে! প্রতিটি মানুষের বুকের ভেত'রে একান্তই একটা নিজের জগত থাকে! - ShareChat

More like this