ShareChat
click to see wallet page
#🙏🏻কোজাগরী লক্ষ্মী পূজা🙏🏻 #🙏🌺 জয় মা লক্ষ্মী 🙏🌺 #শুভ মা লক্ষ্মী পূজা #লক্ষ্মীপাঁচালী 🙏
🙏🏻কোজাগরী লক্ষ্মী পূজা🙏🏻 - কোজাগরী লক্ষ্মীর পাঁচালী শরৎ পূর্ণিমার নিশি নির্মল গগনা মন্দ মন্দ বহিতেছে মলয় পবনা] লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ] বৈকুণ্ঠধামেতে বসি করে আলাপনা] হেনকালে বীণা হাতে আসি মুনিবরা . হরিগুণগানে মত্ত হইয়া বিভোরা] গান সম্বরিয়া উভে বন্দনা করিলা রসিতে আসন তারে নারায়ণ দিল]] মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তায়া কবা মনে করি আসিলে হেথায়] মুনি তুমি চিন্ত জগতের ইিত। কহে মুনি সৈবার অবস্থা আছে তোমার বিদিতা] সুখেতে আছয়ে যত মর্ত্যবাসীগণ] বিস্তারিয়া মোর কাছে করহ বর্গনIl  [মুনিবর] লক্ষ্মীমার হেন কথা শুনি কহিতে লাগিলা তারে জুড়ি দুই করা  অপার করুণা তোমার আমি ভাগ্যবান] মর্ত্যলোকে নাহি দেখি কাহার কল্যাগII সেথায় নাই মা আর সুখ শান্তি লেশা দুর্ভিক্ষ অনলে মাগো পুড়িতেছে দেশII রোগ-শোক নানা ব্যাধি কলিতে সবায়া ভুগিতেছে সকলেতে করে হায় হায়া অম্ন-বস্ত্র অভাবেতে আত্মহত্যা করে] স্ত্রী-পুত্র ত্যাজি সবাই যায় দেশান্তরোl কোজাগরী লক্ষ্মীর পাঁচালী শরৎ পূর্ণিমার নিশি নির্মল গগনা মন্দ মন্দ বহিতেছে মলয় পবনা] লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ] বৈকুণ্ঠধামেতে বসি করে আলাপনা] হেনকালে বীণা হাতে আসি মুনিবরা . হরিগুণগানে মত্ত হইয়া বিভোরা] গান সম্বরিয়া উভে বন্দনা করিলা রসিতে আসন তারে নারায়ণ দিল]] মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তায়া কবা মনে করি আসিলে হেথায়] মুনি তুমি চিন্ত জগতের ইিত। কহে মুনি সৈবার অবস্থা আছে তোমার বিদিতা] সুখেতে আছয়ে যত মর্ত্যবাসীগণ] বিস্তারিয়া মোর কাছে করহ বর্গনIl  [মুনিবর] লক্ষ্মীমার হেন কথা শুনি কহিতে লাগিলা তারে জুড়ি দুই করা  অপার করুণা তোমার আমি ভাগ্যবান] মর্ত্যলোকে নাহি দেখি কাহার কল্যাগII সেথায় নাই মা আর সুখ শান্তি লেশা দুর্ভিক্ষ অনলে মাগো পুড়িতেছে দেশII রোগ-শোক নানা ব্যাধি কলিতে সবায়া ভুগিতেছে সকলেতে করে হায় হায়া অম্ন-বস্ত্র অভাবেতে আত্মহত্যা করে] স্ত্রী-পুত্র ত্যাজি সবাই যায় দেশান্তরোl - ShareChat

More like this