🌹 অধিকার মানে সবকিছু দাবি করা নয়... 🌹
অধিকার মানে এমন এক নিশ্চয়তা —
যেখানে নিজের জায়গা প্রমাণ করতে হয় না বারবার,
যেখানে তোমার উপস্থিতি নিজেই যথেষ্ট,
কোনো কারণ দিতে হয় না, কোনো অজুহাত দেখাতে হয় না।
যার কাছে তোমার ওপর অধিকার আছে,
সে তোমাকে হারানোর ভয় পায়...
তাই সে যত্ন নেয়, খোঁজ রাখে,
রাগ করে তবু দূরে ঠেলে দেয় না। ❤️
অধিকার আসলে ভালোবাসারই আরেক রূপ —
কিন্তু এর ভেতরে দায়িত্বের ভার অনেক বেশি।
ভালোবাসা পাওয়া সহজ,
কিন্তু সেই ভালোবাসাকে ধরে রাখা,
আর সেই মানুষটাকে নিরাপদ বোধ করানো —
এইটিই আসল কাজ। 🌸
যেখানে অধিকার নেই,
সেখানে থাকা মানে প্রতিদিন একটু একটু করে
নিজেকে হারিয়ে ফেলা…
কারণ ভালোবাসা তখন সম্পর্ক নয়,
হয়ে যায় একপাক্ষিক অপেক্ষা।
— “অনুজ” বলে,
ভালোবাসার সবচেয়ে সুন্দর দিক হচ্ছে —
যখন কেউ কিছু না চেয়েও তোমার ওপর অধিকার দেখায়,
শুধু এই ভয়ে যে তোমাকে হারাতে চায় না… 💞
অধিকার মানে বাঁধা নয়,
অধিকার মানে নিরাপত্তা।
যে বুঝতে পারে এই পার্থক্য,
সেই জানে ভালোবাসার প্রকৃত মানে। 🌺
— ✍️ অনুজ কুমার পাল
#ভালোবাসা #অধিকার #মন #দায়িত্ব #অনুভূতি #অনুজ #AnujKumarPaul #BanglaQuotes #Heartfelt
#🎬আমার Acting ভিডিও🎭 #🎁 ShareChat Rewards⭐ #Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise
