খেয়াল করে দেখলাম, আমি এ যাবৎকাল যাদেরকে সবচেয়ে বেশি Priority দিয়েছি । সবচেয়ে বেশি Effort দিয়েছি। ঠিক একই Priority বা Effort টা আমি তাদের কাছ থেকে পাইনি। আমার বেলায় কেন জানি তাদের অবহেলাটাই সবথেকে বেশি ছিল।
কেউ বিনা কারণে আমাকে অবহেলা করুক এমনটা আমি কখনো চাইনি। সব সময় চেষ্টা করেছি আমার আশেপাশের মানুষ গুলোকে মূল্যায়ন করতে ; তাদের কাছাকাছি নিজেকে রাখতে। তবে যতবারই আমি তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি মানুষগুলো আমার কাছ থেকে দূরে সরে গিয়েছে।
হয়তো এটাই জীবনের নিয়ম — মানুষ সবচেয়ে বেশি যাদের কাছে থাকতে চায় ; তাদের কাছাকাছি থাকতে পারে না। অথচ যাদের থাকার কথা না, তারাই থেকে যায় আমাদের আশেপাশে।
💯😊🥀 #Reality Of Life #❤জীবনের কোটস 🖋 #ツ꧁trนē liຖēŞ༒࿐🙂🙂 #😔বাস্তব বড়ো কঠিন 😔 #life hurts 💔🥺

