একটি ধর্ম, একটি পরিবার, একটি সমাজ,
সবকিছুর শেকড় হলো আত্মপরিচয়। যে মানুষ নিজের শেকড় ভুলে যায়, সে শেষমেশ ঝরে পড়ে শুকনো পাতার মতো।
পটুয়াখালীর বাউফলের জয়ন্ত দাস,
প্রেমের মোহে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কিন্তু জীবনের অল্প ক’দিনের মধ্যেই সেই সিদ্ধান্তের করুণ পরিণতি হলো আত্মহত্যা!
আমাদের শাস্ত্রে স্পষ্ট উচ্চারণ আছে,
“স্বধর্মে নিধনং শ্রেয়ঃ, পরধর্মো ভয়ংকর।”
অর্থাৎ, নিজের ধর্মে থাকাই শ্রেষ্ঠ; অন্যের ধর্মে আশ্রয় নেওয়া ভয়ঙ্কর পরিণতির পথ।
এই ঘটনা আবারও প্রমাণ করল,
ধর্ম পরিবর্তন মানে শুধু নাম বদলানো নয়, বরং আত্মপরিচয় হারানো, পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া এবং অজানা এক শূন্যতার মধ্যে পড়ে যাওয়া।
প্রেম বা প্রলোভনের টানে ধর্ম পরিবর্তনকারীদের সেই শূন্যতা শেষ পর্যন্ত অনেককে ঠেলে দেয় হতাশা আর মৃত্যুর দ্বারপ্রান্তে।
বাংলাদেশে বহু হিন্দু মেয়ে এমন পরিণতির শিকার হয়েছে। বিয়ের নামে বা ভালোবাসার নামে ধর্মান্তরিত হয়ে পরে পেয়েছে অবহেলা, নির্যাতন, এমনকি প্রাণও দিতে হয়েছে।
এবার সেই তালিকায় যুক্ত হলো এক যুবক,
জয়ন্ত দাসের নামও।
ধর্ম পরিবর্তন ভালোবাসা দেয় না, দেয় না শান্তি।
বরং ছিন্নমূল করে দেয় মানুষকে, কেড়ে নেয় মানসিক স্থিরতা, ভেঙে ফেলে আত্মমর্যাদা।
ফল,আত্মহত্যা, দুঃখ, অনিশ্চয়তা আর চরম করুণ পরিণতি।
তাহলে প্রশ্ন রয়ে গেল,
আর কত মৃত্যু, আর কত আত্মহানি হলে আমরা উপলব্ধি করব,
নিজের ধর্মই শ্রেষ্ঠ, স্বধর্মই মুক্তির পথ।
পারি।
#🥰জয় শ্রীকৃষ্ণ🙏 #হরে কৃষ্ণ 🙏🙏 #হরে কৃষ্ণ #হরে কৃষ্ণ #হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
