প্রসঙ্গ উত্তরবঙ্গের বন্যা - দলীয় কর্মীদের বিশেষ বার্তা অভিষেকের
ভয়াবহ অবস্থা উত্তরবঙ্গের। প্রবল ধসে ও ব্রিজ ভেঙে ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সমস্ত পর্যটক সহ সাধারণ মানুষ সন্ত্রস্ত। বিধ্বস্ত উত্তরবঙ্গে সাধারণ মানুষকে সাহায্য করতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামিকাল(সোমবার) উত্তরবঙ্গ যাচ্ছেন। গতকাল রাত থেকে বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। দুধিয়া ব্রিজ ভেঙে গিয়েছে। যার ফলে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে মূল যে সড়কপথ, তা বন্ধ হয়ে গিয়েছে। বিভিন্ন এলাকায় জল ঢুকেছে। জলে টোটোর ভেসে যাওয়ার ছবি সামনে এসেছে। আশ্রয় হারিয়েছেন অনেকেই।
এই ভয়ঙ্কর পরিস্থিতিতে সোমবার উত্তরবঙ্গ যাবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। স্বজনহারা পরিবারগুলি যাতে চাকরি পায়, তাও দেখবেন বলে জানিয়েছেন। এবার অভিষেকও দলের নেতা-কর্মীদের দুর্যোগে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিলেন। দুর্যোগে মৃতদের পরিবারগুলিকে সমবেদনা জানিয়ে এদিন এক্স হ্যান্ডলে অভিষেক লেখেন, “এই দুর্যোগে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই কঠিন সময়ে তাঁরা একা নেই। দুর্গতদের কাছে পৌঁছনো, তাঁদের সাহায্যের জন্য আমি প্রত্যেক তৃণমূল কর্মী, স্বেচ্ছাসেবককে অনুরোধ জানাই। আমাদের সকলের প্রয়াস এবং মা দুর্গার আশীর্বাদে এই দুর্যোগ আমরা কাটিয়ে উঠব।”
#political
