#😍আমার পছন্দের স্টেটাস😍 #😇আজকের Whatsappস্টেটাস 🙌 #📢শেয়ারচ্যাট স্পেশাল #🏞প্রাকৃতিক ফোটোগ্রাফি📷 #🙏Have a Good Day
🌅 নদীর ধারে এক স্বপ্নসন্ধানী।
নদীর ধারে সূর্যাস্তের নরম আলোয় দাঁড়িয়ে আছে রণজিৎ। তার চোখে দূর দিগন্তের এক অনির্দিষ্ট গন্তব্য। আকাশজুড়ে কমলা আর গোলাপি রঙের খেলা, যেন প্রকৃতির নিজস্ব হাতে আঁকা এক বিশাল ক্যানভাস। নদীর জল কমে যাওয়ায় চর জেগে উঠেছে, ধূসর মাটি আর কাদা। সেই রুক্ষতা ভেদ করে যেন জীবনের পথে তার একাকী পথ চলা।
রণজিতের পরনে হালকা নীল রঙের টি-শার্ট আর গাঢ় রঙের ট্রাউজার, গলায় একটি সাধারণ লকেট। তার লম্বা চুলগুলো হাওয়ায় কিছুটা উড়ছে। মনে হচ্ছে, এই শান্ত অথচ বিশাল প্রকৃতির সামনে সে তার নিজের অস্তিত্ব খুঁজছে।
সে তার দু'হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে এক পা সামনে বাড়িয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার এই দাঁড়ানোটা শুধু দাঁড়ানো নয়—যেন একটা সংকল্পের প্রতীক। এই নদী, এই সূর্য, এই ধু-ধু চর—সব যেন তাকে বলছে, "থেমে যেও না। তোমার ভেতরের যে স্বপ্নটা আছে, তাকে খুঁজে বের করো।"
দীর্ঘদিনের শহরের কোলাহল আর গতির জীবন থেকে মুক্তি নিয়ে সে এই নদীর পাড়ে এসেছে। সে বুঝতে পেরেছে, জীবন মানে কেবল ছোটা নয়, মাঝে মাঝে থমকে ভেতরের কণ্ঠস্বর শোনাও প্রয়োজন।
সূর্যটা যখন প্রায় ডুবু-ডুবু, রণজিৎ একটা দীর্ঘশ্বাস ফেলল। সে জানে, আগামীকাল সূর্য আবার উঠবে, এবং সে তার নতুন যাত্রা শুরু করবে। এই সূর্যাস্ত তাকে কেবল দিনের শেষটা দেখাচ্ছে না, বরং এক নতুন শুরুর ইঙ্গিত দিচ্ছে। সে আর পিছন ফিরে তাকাবে না।
ভবিষ্যতের দিকে দৃষ্টি রেখে, সে নদীর পাড় ছেড়ে গ্রামের দিকে হাঁটা শুরু করল। তার মনে এখন আর কোনো দ্বিধা নেই, শুধু এক নীরব প্রত্যয়।
@highlight #picturechallenge #fb #my #post #facebook #tending #viral #followers #follow #kobi

