চাষিরা আজ মাঠে কাজ করছে, কিন্তু তাদের ঘামে ভেজা ফসলের দাম নেই।
আলুর দামে ভরাডুবি—ফসল বিকোতে যাচ্ছে লোকসানে, আর সেই একই আলুর বীজ কিনতে গেলে দিতে হচ্ছে অগ্নিমূল্য।
সারের দামও আকাশছোঁয়া। এই অবস্থায় চাষি কি করে বাঁচবে?
সব পণ্যের দাম বাড়ে—বাজার, পরিবহন, শ্রম, ব্যবসা—সবাই লাভ করে।
কিন্তু যাদের হাতের ওপর দেশের খাদ্যনির্ভরতা দাঁড়িয়ে, সেই চাষিরাই দিনে দিনে পথে নামছে।
এই বৈষম্য বন্ধ না হলে কৃষি ভেঙে পড়বে, আর চাষিরা মরবে অভাবে, ঋণে, অবহেলায়।
সরকার শুধু প্রতিশ্রুতি দিলে হবে না; দরকার সরাসরি সহায়তা—
ন্যায্যমূল্যে ফসল ক্রয়, সারের দাম নিয়ন্ত্রণ, বীজের দাম সাবসিডি,
এবং কৃষি ব্যবস্থায় স্থায়ী সংস্কার।
চাষিদের প্রতি এই অবহেলা ভারতের ভবিষ্যৎকেই বিপদে ফেলছে।
ফসলের ন্যায্য দাম না দিলে কৃষক বাঁচবে না, আর কৃষক না বাঁচলে দেশ বাঁচবে কীভাবে?
এটাই আজকের প্রতিবাদ—
চাষির ন্যায্য অধিকার দিন,
ন্যায্যমূল্যে ফসল কিনুন,
নইলে খাদ্যশৃঙ্খল ভেঙে পড়বে, আর দেশের মাটিই নীরব হয়ে যাবে।
#💌প্রেমের কোটস💓 #😇আজকের Whatsappস্টেটাস 🙌 #💕love_forever💑 #💕রোম্যান্টিক ডায়ালগ 💕

