ShareChat
click to see wallet page
🔹কারো ঘর ভেঙে গুঁড়িয়ে দিচ্ছো? দাও — কিন্তু জানো কি তুমি কী ভাঙ্গছো? শুধু ইট-কাঠ নয়, ভাঙছো একজন মানুষের নিরাপত্তা, স্মৃতি, রাতের নীরবতা। ঘর ভাঙলে যে শীতল বাতাস ঢোকে, তা কেবল দেয়াল কাঁপায় না; মানুষের ভয়, অনিশ্চয়তা, আর বিশ্রামের জায়গাও হারিয়ে ফেলে। নিজের হাতে অন্য কারো জীবন নষ্ট করলে মনে রেখো—সেই ধ্বংসাবশেষ এক দিন তোমারই পথ আটকে দিতে পারে। 🔹কাউকে মারতে মারতে মেরেই ফেলছো? ফেলো — কিন্তু মারার মানে কেবল শারীরিক আঘাত নয়। প্রতিবার তুমি যখন কাউকে ছোট করে বলো, তার মর্যাদা পদদলিত করো, তুমি তার আত্মার ওপর ছুরি বসাচ্ছ। ক্ষতগুলো চোখে না-দেখা হলেও গভীরে দিয়ে যায়। আর গেঁথে থাকা অপমান, অপরাধবোধ, কিংবা প্রতিশোধ। এসব তোমার নিজের জীবনেরও ভার হয়ে বসে। নিজের বুকের ধন, তার সম্মান, নিজে রক্ষা করো; কারণ কিছু ভেঙে গেলে তা আর কখনো আগের মতো হয়ে থাকেনা। 🔹কারো নামে কুৎসা রটাচ্ছো? রটাও — কিন্তু জেনে রাখো, কুৎসার বীজ দ্রুত ছড়ায়। সোশ্যাল মিডিয়া, গলি, চায়ের দোকান, অফিস সব জায়গায় কুৎসা ছড়িয়ে পড়ে। একটা মিথ্যা কথা কারও জীবনকে শেষ করে দিতে পারে। আইনি ঝুঁকি ছাড়াও, তোমার বিশ্বাসযোগ্যতা ও নৈতিকতা ক্ষুণ্ন হয়। যা রটাবে, সেটাই দাগ হিসেবে থেকে যাবে—সেই দাগ মুছে ফেলতে সময় লাগে অনেক। 🔹কাউকে রাস্তার ফকির বানাচ্ছো? বানাও — কিন্তু রাস্তার ফকির বানানো মানে যাকে তুমি তুচ্ছ মনে করো, সেও একদিন ঘুরে দাঁড়াতে পারে। সামাজিক অবস্থান বদলাতে বেশি সময় লাগে না; তার পরিবার, তার সংগ্রাম, তার ক্ষমতা—সবই প্রকাণ্ড হয়ে তোমার সামনে দাঁড়াতে পারে। 🔹কারো কাছ থেকে তার আপন কেড়ে নিচ্ছো? নাও — কিন্তু নিজের আত্মার হিসেবও রাখো। কেউ যদি তোমাকে বঞ্চিত করে, প্রতিশোধ নিলে তখন বুঝবে; নিজের হাতে অন্যের অধিকার কেড়ে নেওয়ার ফল কি ভয়ানক হতে পারে তার ধারণা তোমার নেই। 🔹কারো সাথে ষড়যন্ত্র করছো? করো — কিন্তু মনে রাখো, ষড়যন্ত্র ক্লান্তিকর এবং সময়ের কাছে দুর্বল। একদিন সত্য বেরিয়ে আসে। ঐ ষড়যন্ত্রের জাল যতই সূক্ষ্ম বানাও, সময়ের সাথে সেগুলো নষ্ট হয়ে পড়ে। সতর্ক হও—বর্তমান সুবিধার লোভ ভবিষ্যতের মূল্যবান সম্পর্ক ও মানের বিনিময়ে কি করছে? 🔹কারো কষ্ট নিয়ে উপহাস করছো? করো — তবে সাবধানে। মানুষের কষ্ট নিয়ে উপহাস করা সহজ; কিন্তু সেই ঠাট্টা একদিন তোমার ঘরেও ঢুকতে পারে। মানুষের দুর্বলতা দেখলে স্নেহের হাত বাড়াও, ঠাট্টার নয়। সহানুভূতি সামাজিক বন্ধন গড়ে; উপহাস তা ভাঙে। 🔹কাউকে অবহেলা-অবজ্ঞা করছো? করো — কিন্ত মনে রেখো, আজ যে তুমি অবহেলা করছো, কাল সেই মানুষটাই জীবনের মোড় বদলাবে। অবজ্ঞার জোর আজ থাকতে পারে; কিন্তু সময় ও মানুষের প্রতি করা ছোট চেষ্টার ফল অনেক গভীর। গর্ব থাকলে সম্পর্ক টেকেনা—মাটির উপর পা রাখলেই তুমি স্থির থাকতে পারবে। কাজের ও কথার গতি আজ দ্রুত, সিদ্ধান্তও দ্রুত। কিন্তু প্রতিটি ছোট আঘাত—অপমান, কুৎসা, অবহেলা, ষড়যন্ত্র—দীর্ঘমেয়াদি। প্রকৃতি, সমাজ, সময়—এরা সবই হিসেব নেয়। আইন ছাড়াও মানবিক বিচার আছে; সেটাও ফেরত আসে। আর সবচেয়ে বড় কথা, নিজের অন্তরের শান্তি অমূল্য। তুমি যে আচরণ করছো, তা প্রথমেই তোমার মনকে ছেঁটে ফেলে। তাই এখনই প্রশ্নটা জিজ্ঞেস করো: আমি কী বীজ বপন করছি? ভালো বীজ বপন করলে মিষ্টি ফল পাবে — সম্মান, শান্তি, সম্পর্ক। বিষ বপন করলে কেবল ক্ষতি। সিদ্ধান্ত তোমার, কারণ হাতটা তোমারই। বেছে নাও—ভাঙবো নাকি গড়বো? ক্ষত দেব নাকি সুরক্ষিত করব? আজকের আচরণই আগামী জীবনের রুদ্রমুখ। জীবনেরশিক্ষা #নৈতিকতা #মানসম্মান #জীবনদর্শন #প্রকৃতিরহিসেব #LifeLessons #Karma #Respect #PositiveThinking #TruthOfLife #lifestylephotography #lifestylefacts #ツ꧁trนē liຖēŞ༒࿐🙂🙂 #❤জীবনের কোটস 🖋 #😔বাস্তব বড়ো কঠিন 😔 #😇অনুপ্রেরণা মূলক জীবনী শিক্ষা #Reality Of Life
ツ꧁trนē liຖēŞ༒࿐🙂🙂 - Desi girl subhra AnAnimesh বিধির বিধান খণ্ডাবে কে? Desi girl subhra AnAnimesh বিধির বিধান খণ্ডাবে কে? - ShareChat

More like this