#🎨গান্ধীর আর্ট ২০২৫🧑🎨 #📸ফোটোগ্রাফি টিপ্স ও ট্রিক্স✨ #পেন্সিল স্কেচিং✏ #পেন্সিল স্কেচিং✏ #✏️পেন্সিল স্কেচ✏️ #✏️পেন্সিল স্কেচ✏️ #⚜️শিল্পকলা⚜️ প্রতি বছর ২রা অক্টোবর উদযাপিত হয়, যা মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিন। তিনি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা এবং অহিংস আন্দোলনের প্রবক্তা ছিলেন। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা অর্জনে গান্ধীজির অবদান অপরিসীম। তাঁর অসীম সাহস, ন্যায়পরায়ণতা ও অহিংস নীতির জন্য তিনি কেবল ভারতেই নয়, সারা বিশ্বের জন্য এক অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন।
