সুপার কাপ ২০২৫: ডোবালেন দেবজিৎ, ডেম্পোর সঙ্গে ড্র করে বিপাকে ইস্টবেঙ্গল
Indian Super Cup 2025: শনিবার প্রথম ম্যাচের পরেই এবারের সুপার কাপে গ্রুপ থেকে বিদায়ের দিকে পা বাড়িয়ে রাখল ইস্টবেঙ্গল (East Bengal FC)। গ্রুপের দুর্বলতম দল ডেম্পো স্পোর্টস ক্লাবের (Dempo SC) সঙ্গে ড্রয়ের পর সেই আলোচনাই শুরু হয়েছে।