ShareChat
click to see wallet page
🚩 ধর্মের জয়, রামের জয়! 🚩 অযোধ্যার আকাশে আজ উড়ছে ধর্ম ধ্বজা — যা শুধু একটি পতাকা নয়… হাজার বছরের আঘাত ও অন্যায়ের বিরুদ্ধে বীর সনাতন হিন্দু সভ্যতার বিজয়ের ঘোষণা! যে হাত ভগবান শ্রী রামের নাম ধরে, যে বুক রামের নামে ধুকধুক করে… সে-ই আজ গর্ব করে বলবে — আমরা রামের সন্তান! ✊🔥 ‼️ যার হৃদয়ে রাম, সে এই পোস্টটা শেয়ার না করে থাকতে পারবে না… জয় শ্রী রাম লিখে পুরো বাংলাকে কাঁপিয়ে দিন! 🚩🔥 🚩 ধর্ম ধ্বজার প্রতীকগুলোর অর্থ ধর্ম ধ্বজায় তিনটি প্রধান চিহ্ন থাকে। প্রতিটি চিহ্নের একটি গভীর আধ্যাত্মিক অর্থ রয়েছে — ① সূর্য চিহ্ন🌞 সূর্যবংশের প্রতীক ভগবান শ্রী রামচন্দ্র যে সূর্যবংশে জন্মগ্রহণ করেছেন, সেটি স্মরণ করায় জ্ঞান, আলো, ন্যায় ও বিজয়ের প্রতীক অন্ধকার দূর করে সত্যের পথ দেখায় ② ওঁ (ॐ)🕉 সৃষ্টির মূল শব্দ, পরম ব্রহ্ম ,ব্রহ্মের পরম চিহ্ন শিব, বিষ্ণু ও ব্রহ্ম — তিন শক্তির ঐক্য সমস্ত ধর্ম, শক্তি ও জীবনের উৎস নির্দেশ করে এই ধ্বজা থেকে মহাপ্রাণের কম্পন ছড়িয়ে পড়ে, যা সুরক্ষা ও শান্তি দেয় ③ কোবিদার বৃক্ষ 🌳 ইক্ষুবংশের রাজচিহ্ন (যেই বংশে ভগবান রাম) শক্তি, স্থায়িত্ব, শৌর্য ও রাজত্বের প্রতীক রামরাজ্যের ন্যায়, নীতি ও সমৃদ্ধির প্রতীক 🎨 ধ্বজার রং — কেশরিয়া ধর্ম, ত্যাগ ও সাহসের পরিচয় অকুতোভয় ভক্তি ও বীরত্বের বার্তা বহন করে সনাতন সংস্কৃতির শাশ্বত শক্তিকে প্রকাশ করে যখন ধ্বজা বাতাসে পতপত করে — তখন তা যেন ঘোষণা দেয় ⬇️ #🙂সনাতন ধর্ম🙏 “ধর্ম অমর… রামরাজ্য ফিরে আসছে… সত্যর বিজয় হবেই!” 🚩🔥 🔹 ২২ x ১১ ফুট লম্বা ও চওড়া হবে। 🔹 বিশেষ প্যারাশুট ফেব্রিক এবং রেশমি সুতো দিয়ে তৈরি। 🔹 তিন ঋতুতেই প্রবল বাতাসে পতপত করে ওড়ার সক্ষমতা রয়েছে। #🏹🙏🚩Jay shree ram 🚩🙏🏹 #🙏জয় বজরংবলী🙏🐒 #জয় শ্রী রাম #🙏রাম- রাম🙏
🙂সনাতন ধর্ম🙏 - 39 ৪চ] বিজং (I২CII CAEIவ SICS Gg 39 ৪চ] বিজং (I২CII CAEIவ SICS Gg - ShareChat

More like this