ShareChat
click to see wallet page
ভগবান বৈকুণ্ঠ থেকে নেমে আসেন যেথায় ভক্ত ডাকে। কোজাগর পূর্ণিমার দিন লক্ষ্মী বৈকুণ্ঠ থেকে পৃথিবীতে আসেন। যেখানে যেখানে তার দৃষ্টি থাকে, যান, পূজা গ্রহণ করেন। আমার শাশুড়ী কামারপুকুরে দেখেছিলেন, চৌদ্দ-পনর বছরের মেয়ে, গৌরবর্ণ, কানে শঙ্খের কুণ্ডল, হাতে হীরার বালা (ডায়মনকাটা বালা)। বকুলতলায় (ঠাকুরের বাড়ির সামনে) দাঁড়িয়ে তাঁর সঙ্গে কথা কয়েছিলেন। শাশুড়ী জিজ্ঞাসা করলেন, ‘হ্যাগা, কে তুমি ? লক্ষী বললেন, “এই আমি এইখানেই আসছি। শাশুড়ী বললেন, “আমার ছেলেকে (শ্ৰীযুত রামকুমারকে ) দেখেছ? পুজো করতে গেছে, রাত হয়েছে, এখনও এল না। লক্ষ্মী বললেন, 'হাঁ গো, সে আসছে, চালকলা বেঁধেছে, এই যে আমিও সেইখান থেকেই তোমাদের বাড়ি আসছি। আমার শাশুড়ি বললেন, 'না মা, বাড়িতে কেউ নেই, এখন এস না।’ এইরুপে বারবার প্রত্যাখ্যান করায় ‘আচ্ছা, আমার অমনিই দৃষ্টি থাকবে’ বলে দেবী অন্তর্ধান হলেন। - শ্রীশ্রী মায়ের কথা 🪷 *শ্রীশ্রীকোজাগরী লক্ষ্মী পূর্ণিমা - শরৎ পূর্ণিমা পর্বের আন্তরিক শুভেচ্ছা ও সুপ্রভাত* 🪷 #🌞সুপ্রভাত☀️ #🌷শুভ কোজাগরী লক্ষ্মী পুজো ২০২৫🙏 #🙌শুভকামনা #🙏 কোজাগরী লক্ষ্মী পুজা স্ট্যটাস ২০২৫👣 #💐💐শুভেচ্ছা স্টেটাস
🌞সুপ্রভাত☀️ - Fa@@g )೪೪೪೪೦೯೯೯ೇ ० ५९ ಆ কোজাগরী লঙ্ষীপূজার பன suchetal 0 Fa@@g )೪೪೪೪೦೯೯೯ೇ ० ५९ ಆ কোজাগরী লঙ্ষীপূজার பன suchetal 0 - ShareChat

More like this