মা দুর্গার চতুর্থ রূপ হলেন দেবী কুষ্মাণ্ডা। তাঁকে আঠ হাতে দেখা যায় এবং তিনি সিংহাসনে আসীন। মনে করা হয়, তাঁর হাসিতেই এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল। তাঁর নামের অর্থ, 'কু' মানে ছোট, 'উষ্মা' মানে শক্তি, এবং 'অণ্ডা' মানে মহাজাগতিক ডিম। নবরাত্রির চতুর্থ দিনে এই দেবীর পূজা করা হয়। দেবী কুষ্মাণ্ডাকে বলা হয় 'আদিশক্তি' কারণ মনে করা হয় তিনিই মহাবিশ্বের সবথেকে পুরনো শক্তি। তিনি বাস করেন সূর্যের কেন্দ্রে, এবং তাঁর তেজ থেকে সমস্ত দিক আলোকিত হয়।
#🔱মা দুর্গার পৌরণিক কাহিনী ২০২৫🔱 #🔴আজকের ভক্তি ভিডিও স্ট্যাটাস😀 #🪷 শুভ শারদীয়া ২০২৫🔱 #🙏জয় মা দুর্গা🙏 #🙌শুভকামনা

01:05