ShareChat
click to see wallet page
🔥হিন্দু সংস্কৃতির আলোকে পঞ্চভূতে বিলীন কথার তাৎপর্য : আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী ●"ক্ষিতি, ●অপ, ●তেজ, ●মরুৎ ও ●ব্যোম" এই পাঁচটি উপাদানকে পঞ্চভূত বলা হয়। এই পঞ্চভূত থেকেই মানুষের জন্ম হয়, আবার প্রকৃতিতেই মানুষের লয় বা সমাপ্তি ঘটে। 🚩১. #ক্ষিতি_বা_মাটি : দেহের অন্তঃজগৎ-অস্থি, মাংস, নখ, ত্বক ও লোম ক্ষিতি বা বহিঃজাগতিক উপাদান মাটি হতে উৎপত্তি। 🚩২. #অপ_বা_জল : দেহের অন্তঃজগৎ-রক্ত, শুক্র, মজ্জা, মল ও মূত্র অপ বা বহিঃজাগতিক উপাদান জলবায়ু হতে উৎপত্তি। 🚩৩. #তেজ_বা_অগ্নি : আমাদের দেহের মধ্যে যে তাপ বর্তমান তাই তেজ বা অগ্নি। দেহের অন্তঃজগৎ-ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, ক্লান্তি, আলস্য ও বায়ু বহিঃজাগতিক উপাদান তেজ বা গরম হতে উৎপত্তি। 🚩৪. #মরুৎ_বা_বায়ু : দেহের অন্তঃজগৎ-ধারণ, চালন, ক্ষেপণ, সংকোচন, প্রসারণ ও দেহের শ্বাস প্রশ্বাস মরুৎ বা বহিঃজাগতিক উপাদান বায়ু হতে উৎপত্তি। 🚩৫. #ব্যোমবা_আকাশ : দেহের অন্তঃজগৎ-কাম, ক্রোধ, লোভ, মোহ, লজ্জা ও দেহের শূন্যস্থান ব্যোম বা বহিঃজাগতিক উপাদান ব্যোম হতে উৎপত্তি। 🏵সনাতন ধর্মানুসারে-মানুষের মৃত্যুর পর, মানুষের দেহের ৫ টি উপাদান প্রকৃতিস্থিত ৫ টি উপাদানের সাথে মিশে একিভূত হয়ে যায়। যেমন : ●১. দেহের জলীয় অংশ জলীয় বাষ্পের সঙ্গে মিশে যায়, ●২. দেহের তেজ প্রকৃতির তেজ রোদের সাথে মিশে যায়, ●৩. শরীরের অস্থি, মাংস, নখ, ত্বক ও লোম মাটির সাথে মিশে যায়, ●৪. প্রাণবায়ু প্রকৃতির বাতাসের সাথে মিশে যায়, ●৫. মানুষের কাম, ক্রোধ, লোভ, মোহ ও লজ্জা মহাশূন্যে মিশে যায়। 🏵আর এজন্য কেউ দেহত্যাগ করলে আমরা বলি— "তাঁর দেহ পঞ্চভূতে বিলীন হয়ে গেছে"। ওঁ #😇অনুপ্রেরণা মূলক জীবনী শিক্ষা #😔বাস্তব বড়ো কঠিন 😔 #ツ꧁trนē liຖēŞ༒࿐🙂🙂 #Reality Of Life #❤জীবনের কোটস 🖋
😇অনুপ্রেরণা মূলক জীবনী শিক্ষা - ShareChat

More like this