ShareChat
click to see wallet page
তোমাকে সুখে রাখতে গিয়ে নিজেকে ধ্বংস করে দিয়েছি! তোমার অভিমান ভাঙাতে গিয়ে নিজের মানই হারিয়েছি! তোমাকে শক্ত করে আগলে রাখতে গিয়ে নিজের শক্তিটাই হারিয়ে ফেলেছি। তোমার কষ্ট দূর করতে গিয়ে নিজের বুকেই কষ্টের পাহাড় বানিয়েছি। তোমাকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকাটাই হারিয়ে ফেলেছি। তোমাকে ভালোবাসার মতো ভয়ংকর দুঃসাহস করেছি, এতটুকু শাস্তি তো আমার প্রাপ্য ছিল! তোমাকে সুখী দেখতে চেয়েছিলাম বলেই সমস্ত কষ্ট লুকিয়ে রেখেছি। তোমার হাসিটাই ছিল আমার প্রতিদিনের শান্তি, যেন অন্ধকারে পাওয়া একটুকরো আলো। তোমাকে ভালোবাসার সাহসটা ছিল অসীম, কিন্তু তোমাকে ভুলে যাওয়ার শক্তি ছিল না। তোমার সুখকে নিজের চেয়ে বেশি মূল্য দিয়েছি, কারণ তোমার আনন্দই আমার বেঁচে থাকা ছিল। যেটুকু দূরত্ব তুমি তৈরি করেছিলে, তার প্রতিটা ধাক্কা আমি চুপচাপ সহ্য করেছি। শুধু ভেবেছি তুমি যেন ভালো থাকো, আমার দুঃখ তোমার জীবনে না পৌঁছে যায়। তোমার প্রতি ভালোবাসা ছিল গভীর নদীর মতো, কিন্তু তাতে ডুবে গিয়েও আফসোস নেই, কারণ তোমার জন্যই ওই ডুবে যাওয়াটুকুও ছিল পবিত্র। দোয়া করি সুখী হও… জীবনের প্রতিটা দিনে যেন তোমার মুখে হাসি লেগে থাকে। আমি কাছে না থাকলেও, তোমার চারপাশের মানুষগুলো যেন তোমাকে মর্যাদা দেয়। ভালো থেকো… ভালো থেকো আর নিজের যত্ন নিও। কারণ তোমাকে হারিয়ে আমি শিখেছি— কেউ কারো নয়, কেউ বেশি দিন থাকে না শুধু স্মৃতিরাই থাকে। আমার দুঃখে তোমার জীবনে কোনো ছাপ পড়ুক, আমি তা কখনো চাইনি। তাই চুপচাপ সরে গেছি, যেন তোমার পথ কখনো ভারী না হয়। হয়তো আমি তোমার গল্পের শেষপাতা নই, তবুও তোমার জন্য আজও দোয়া করি তুমি সুখী হ‌ও,সত্যিই সুখী হও। ❤️‍🩹😊🍂 #broken heart #life hurts 💔🥺 #ツ꧁trนē liຖēŞ༒࿐🙂🙂 #💔একাকিত্ব জীবন💔 #💔মনভাঙার গল্প
broken heart - ٦  ٢ তোমাকে সুখে রাখতে গিয়্নে নিজঞেকে ধ্বংস করে দিয়েছি! তোমার অভিমান ভাঙাতে গিয়ে নিজের মানই হারিয়েছি! তোমাকে শক্ত করে আগলে রাখতে গিয়ে নিজের শক্তিটাই হারিয়ে ফেলেছি | তোমার কষ্ট দূর করতে গিয়ে নিজের কষ্টের পাহাড় বানিয়েছি | বুকেই তোমাকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকাটাই হারিয়ে ফেলেছি | তোমাকে ভালোবাসার মতো ভয়ংকর দুঃসাহস করেছি; এতটুকু শাস্তি তো আমার প্রাপ্য ছিল! ٦  ٢ তোমাকে সুখে রাখতে গিয়্নে নিজঞেকে ধ্বংস করে দিয়েছি! তোমার অভিমান ভাঙাতে গিয়ে নিজের মানই হারিয়েছি! তোমাকে শক্ত করে আগলে রাখতে গিয়ে নিজের শক্তিটাই হারিয়ে ফেলেছি | তোমার কষ্ট দূর করতে গিয়ে নিজের কষ্টের পাহাড় বানিয়েছি | বুকেই তোমাকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকাটাই হারিয়ে ফেলেছি | তোমাকে ভালোবাসার মতো ভয়ংকর দুঃসাহস করেছি; এতটুকু শাস্তি তো আমার প্রাপ্য ছিল! - ShareChat

More like this