🌸আজ বৃহস্পতিবার—লক্ষ্মী বার!! এই দিন লক্ষ্মী দেবীর পূজার জন্য এত গুরুত্বপূর্ণ এবং কীভাবে তাঁর সম্পর্ক জগন্নাথ দেবের সঙ্গে অবিচ্ছেদ্য।।🌸
বৃহস্পতিবার বৃহস্পতি দেবের অধীন, যিনি জ্ঞানের ও ধর্মের প্রতীক।।
আর বৃহস্পতি দেব নিজেও লক্ষ্মী দেবীর কৃপাপ্রাপ্ত বলেই দেবগুরু রূপে প্রতিষ্ঠিত!!
তাই এই দিনকে বলা হয় লক্ষ্মী বার।।
স্কন্দ পুরাণে বলা হয়েছে —
“যত্র বৃহস্পতি দিবসে লক্ষ্মী পুজা কৃতে নরঃ,
তত্র ধন-ধান্য-বৃদ্ধিঃ স্যাৎ, দারিদ্র্যং নাশমায়তি।।”
অর্থাৎ— বৃহস্পতি বারে যিনি লক্ষ্মী দেবীর পূজা করেন, তাঁর ঘরে ধন-সম্পদ ও শান্তির বৃদ্ধি ঘটে।।
🔴লক্ষ্মী ও জগন্নাথ দেবের সম্পর্ক:
জগন্নাথ পুরীর মন্দিরে মহালক্ষ্মী দেবীই জগন্নাথের প্রিয় পত্নী!!
তাঁর নাম শ্রী দেবী বা শ্রী লক্ষ্মী — তাই জগন্নাথকে সবসময় বলা হয় “শ্রী-জগন্নাথ”।।
স্কন্দ পুরাণ ও উত্কল খণ্ডে বর্ণিত আছে — “লক্ষ্মীঃ শ্রীজগন্নাথস্য প্রিয়ভার্যা সনাতনী,
তস্য কৃপা বিনা নাস্তি দর্শনং জগন্নাথস্য।।”
অর্থাৎ— লক্ষ্মী দেবীই জগন্নাথের চিরন্তন প্রিয়া, এবং তাঁর অনুমতি ছাড়া কেউ জগন্নাথের দর্শনও লাভ করতে পারেন না!!
🌺পুরী মন্দিরের বিশেষ ঐতিহ্য:
👉লক্ষ্মী দেবীর রোষ লীলা ও লক্ষ্মী-নরসিংহ লীলা পুরীর অন্যতম রহস্যময় ঐতিহ্য।।
👉 রথযাত্রার সময় জগন্নাথ যখন মন্দির ত্যাগ করেন,লক্ষ্মী দেবী ক্রুদ্ধ হয়ে দরজা বন্ধ করে দেন।। এই লীলার নাম—“লক্ষ্মী রোষ”।।
👉 পরে জগন্নাথ দেব তাঁকে শান্ত করতে উপহার পাঠান — যা ঐশ্বর্যের প্রতীক।।
🌿 লক্ষ্মী ও জগন্নাথ দেবের নাম স্মরণ করুন।।
🌿 বাড়ি পরিষ্কার রাখুন ও দীপ জ্বালান।।
🌿 “ওঁ শ্রীং হ্রীং ক্লীং মহালক্ষ্ম্যৈ নমঃ” মন্ত্র জপ করুন।।
🌿 শ্রীজগন্নাথের নামসহ ‘শ্রীসুপ্ত’ পাঠ করুন।।
#🙂ভক্তির সকাল😇 #🙂ভক্তি😊 #💐শুভ বৃহস্পতিবার #🙏Have a Good Day #🙌শুভকামনা

