মা দুর্গার তৃতীয় রূপ দেবী চন্দ্রঘন্টা নবরাত্রির তৃতীয় দিনে পূজিত হন। তাঁর কপালে অর্ধচন্দ্র শোভা পায়, যা ঘণ্টার আকার ধারণ করে, তাই তিনি চন্দ্রঘন্টা নামে পরিচিত। তিনি বাঘের পিঠে চড়েন এবং দশ হাতে বিভিন্ন অস্ত্র ধারণ করেন। তিনি ভয় দূর করে ভক্তদের শান্তি, সৌভাগ্য ও সাহস প্রদান করেন। তিনি শিবের বিবাহিতা স্ত্রী এবং মহিষাসুরকে বধ করার জন্য এই রূপ ধারণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়।
#🔱মা দুর্গার পৌরণিক কাহিনী ২০২৫🔱 #🔴আজকের ভক্তি ভিডিও স্ট্যাটাস😀 #🪷 শুভ শারদীয়া ২০২৫🔱 #🙏জয় মা দুর্গা🙏 #🙌শুভকামনা

01:04