ShareChat
click to see wallet page
"পুলিশ ব্যবস্থা না নিলে পাল্টা মার হবে'' - নাগরাকাটা ঘটনার প্রতিক্রিয়ায় সুকান্ত বুধবার শিলিগুড়িতে দাঁড়িয়ে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, এ জিনিস চলতে পারে না। ঘটনার ৪৮ ঘন্টা পরেও পুলিশ কাউকে গ্রেফতার না করে আড়াল করার চেষ্টা করছে। এবার প্রয়োজনে পাল্টা মার শুরু করতে হবে। বুধবার বিপর্যস্ত এলাকা পরিদর্শনে উত্তরবঙ্গে গিয়েছেন সুকান্ত। শিলিগুড়িতে দাঁড়িয়ে তিনি রীতিমতো হুঁশিয়ারি দিলেন, ” পুলিশ ব্যবস্থা না নিলে পাল্টা মার হবে। এখনও সময় আছে গ্রেফতার করুন। উত্তরবঙ্গে বিজেপি এই ক্ষমতা রাখে।” সুকান্ত সাংবাদিক বৈঠক করে বলেন, “খগেন মুর্মু কেবল সাংসদ নন, তিনি বিভিন্ন সাংবিধানিক পদে থেকেছেন, শঙ্কর ঘোষ আমাদের বিধায়ক ছাড়াও সেদিন যাঁরা যাঁরা গিয়েছিলেন, তাঁরা রাজনৈতিক আক্রমণের শিকার হয়েছেন।” অভিযুক্তরা প্রত্যেকেই তৃণমূলের সক্রিয় কর্মী বলে অভিযোগ করছেন সুকান্ত। তিনি বলেন, “যাঁরা আক্রমণ করেছেন, তাঁরা প্রকাশ্যে বলেছেন, আমরা দিদির সৈনিক। শঙ্কর ঘোষ নিজে আমাকে এ কথা বলেছেন। এখানে বিজেপি কেন আসবে? তা নিয়ে ঝামেলা। আমরা পরিস্কার বলে দিচ্ছি , যাঁদের নাম ও ফটো দেখা গিয়েছে, পুলিশ যদি এঁদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, বিজেপি বিজেপির মতো করে ট্রিটমেন্ট করবে। এখনও কেউ গ্রেফতার হয় না কেন? আমাদের ট্যাক্সের টাকায় পুলিশের বেতন হবে, আর কেউ গ্রেফতার হবে না, এটা মেনে নেওয়া যায় না। হয় পুলিশ ব্যবস্থা নেবে, নয়তো পাল্টা মারব আমরা।” পুলিশের ওপর চাপ বাড়াচ্ছে বিজেপি। মঙ্গলবারই শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন খগেন মুর্মুকে দেখতে যান রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক তার আগেই দেখতে গিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। #political
political - ShareChat

More like this