নিজের দলের বিরুদ্ধেই ক্ষোভ বাড়ছে কুনালের - শুরু হয়েছে তীব্র আলোচনা
রাবনের লঙ্কা পুড়িয়ে ছাড়খাড়া করেছিল রামভক্ত হনুমান। অনেকটা তেমনই ইঙ্গিত দিলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। নিজের সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “যে মাঠেই খেলি, ঝাপসা মাঠ দেখতে পাচ্ছি। অনেক ঝড় জল দেখে এসেছি, ফলে নিজেকে প্রস্তুত রাখছি।” বিতর্ক উস্কে তিনি আরও লিখেছেন, “যদি কেউ মনে করেন, আমার ল্যাজে পা দেবেন, তাহলে তো আমাকে আবার হনুমানের মতো পারফর্ম করতে হবে। ” অনেকেই মনে করছে নিজের দলের বিরুদ্ধেই তার এই ক্ষোভ।
প্রসঙ্গের ব্যাখ্যা দিয়ে তিনি সরাসরি সাংবাদিকদের বলেন, “এই ধরনের অভিজ্ঞতা আমার প্রথম নয়। এটাই জীবনের নিয়ম। আমার জীবনে অনেক অভিজ্ঞতা রয়েছে। যেহেতু অনেক ঝড়জল দেখে এসেছি, ধরেই রেখেছি কিছু না কিছু হবে।” কথা প্রসঙ্গেই তিনি বলেন, “কেউ যদি আমাকে ভাল কথা বলেন, আমি তাঁর জুতো পালিশ করে দিতে পারি। কিন্তু যদি কেউ মনে করে ল্যাজে আগুন দেবে, তাহলে তো হনুমানের মতোই পারফর্ম করতে হয়। ওঠাপড়া সবই জীবনের অঙ্গ।” তিনি আবারও বলেন, “এই যে আরজি কর অধ্যায়, সেটা আমাদের কাছে অত্যন্ত শিক্ষণীয়। অনেক প্রতিষ্ঠীত নেতা, তাঁরা মুখ খোলা দূর অস্থ, সামাজিক মাধ্যমে পোস্ট পর্যন্ত করেননি।” আমাদের স্মরণে আছে আর জি কর কাণ্ডের সময় দলের বহু নেতা কর্মী আন্দোলকে মৃদু সমর্থন করলেও কুনাল ঘোষ তীব্র বিরোধিতা করেছিলেন।
#political
