ShareChat
click to see wallet page
“কোনো কারণ ছাড়াই এখন আর কারো সাথে কথা বলতে ইচ্ছা হয় না…” --- কিছু কিছু সময় আসে জীবনে… যখন কথা বলার ইচ্ছে হারিয়ে যায়, অথচ কষ্টটা থাকে অক্ষত। কেউ প্রশ্ন করে না — “কেন তুমি এত চুপ?” আর আমরাও উত্তর দিই না — কারণ উত্তর দেওয়ার শক্তিটুকুও থাকে না… আগে মানুষকে গল্প শোনাতাম, এখন ঘন্টার পর ঘন্টা ফেসবুকের ভিডিও দেখি নিঃশব্দে। কেউ দেখে না আমার ভেতরের নিঃসঙ্গতা, শুধু স্ক্রিনের সামনে হাসি-ঠাট্টা দেখে ভাবে — আমি নাকি বেশ ভালোই আছি… কিন্তু সত্যিটা হলো, ভালো বা খারাপ কোনোটাই আর তেমনভাবে অনুভব হয় না। সবকিছু যেন অনুভূতিহীন কিছু মুহূর্তে এসে দাঁড়ায়, যেখানে ব্যথাটা স্বস্তি দেয়, আর একাকীত্বটা অদ্ভুত আরাম… এই চুপ করে থাকা মানে অভিমান না, এটা হয়তো সেই মুহূর্ত, যেখানে আমি নিজেকে খুঁজি — নিজের ভাঙা অংশগুলো নিরবেই জোড়া লাগাই… 📌 আসলে, মানুষ তখনই চুপ হয়ে যায়, যখন কথার প্রয়োজন ফুরিয়ে যায়, আর ‘নিজের সঙ্গ’ হয়ে যায় সবচেয়ে নিরাপদ আশ্রয়। হয়তো একদিন হঠাৎই আবার কথা বলার ইচ্ছে হবে, হয়তো নয়ও… কিন্তু ততদিন পর্যন্ত, আমি আমার নীরবতার সাথেই একটু বাঁচব… — অনুজ কুমার পাল --- 🔖 #নীরবতা #একাকীত্ব #মনখারাপ #নিঃশব্দসময় #অনুভূতিহীনতা #নিজেকে_খোঁজা #🎁 ShareChat Rewards⭐ #🎬আমার Acting ভিডিও🎭 #Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise
🎁 ShareChat Rewards⭐ - কোনো  কারণ ছাড়াই এখন আর কারো সাথে কথা বলতে ইচ্ছা হয়না! চুপচাপ আসি ঘণ্টার পর ঘণ্টা ফেসবুকে ভিডিও দেখি আবার চলে যাই ! আসলে ব্যাপারটা খারাপও লাগে না, ভালোই   লাগে! কোনো  কারণ ছাড়াই এখন আর কারো সাথে কথা বলতে ইচ্ছা হয়না! চুপচাপ আসি ঘণ্টার পর ঘণ্টা ফেসবুকে ভিডিও দেখি আবার চলে যাই ! আসলে ব্যাপারটা খারাপও লাগে না, ভালোই   লাগে! - ShareChat

More like this