ShareChat
click to see wallet page
লিডারশীপ ব্যাপারটা নেকড়ের পালের চলার নির্দিষ্ট ধরন আছে। প্রথমের লাল বৃত্তের তিনটা নেকড়ে হলো সবচেয়ে বয়ষ্ক, অসুস্থ, দুর্বল। তাদের সামনে দেয়া হয়েছে কারন তাদের গতি অনুযায়ী বাকি দল চলবে। তাদের অভিজ্ঞতাও বেশী।তাদের নির্দেশিত চেনা পথেই বাকি দল হাটবে। তাদের ঠিক পিছনের দাগের পাঁচজন দলের সবচেয়ে শক্তিশালী এবং যো’দ্ধা ধরনের। তাদের কাজ অগ্রবর্তী দলকে সাপোর্ট দেয়া এবং যেকোন এটাক এলে সামাল দেয়া তাদের ঠিক পিছনে, মাঝের দলটা সবচাইতে প্রোটেক্টেড। কারণ, তাদের পিছনে চিহ্নিত দলটাও খুব শক্তি শালী এবং যো’দ্ধা ধরনের। তাদের কাজ পিছন থেকে কোন এটাক এলে প্রটেকশান দেয়া। তাদের পিছনে এ্যারো চিহ্নিত একাকী নেকড়েটাই দলনেতা। সবার পিছনে সে আসছে। তার দ্বায়িত্ব হলো কেউ পিছনে পড়ে যাচ্ছে কিনা, কারো কোন সমস্যা হচ্ছে কিনা খেয়াল রাখা। সেই লীডার। লীডারশীপ ব্যাপারটাই এমন। #everyoneシ゚ Golden Time 6.8 #🌤মোটিভেশনাল কোটস✍
🌤মোটিভেশনাল কোটস✍ - প্রথম তিনটি বয়স্ক নেকড়ে সামনে দুর্বল; কারণ কি? তারপর অসুস্থ ও প্রথম তিনটি বয়স্ক নেকড়ে সামনে দুর্বল; কারণ কি? তারপর অসুস্থ ও - ShareChat

More like this