হারিয়ে যাওয়ার শেষ প্রান্তে দাঁড়িয়ে দেখি,
আমাকে খোঁজার মতো কেউ নেই।
মানুষ আস্তে আস্তে বিলীন হয়ে যায়,
অথচ সবচেয়ে কাছের মানুষটাও
ভাঙনের শব্দ শোনে না।
হয়তো এভাবেই সম্পর্ক ফিকে হয়ে যায়—
নদী শুকিয়ে গেলে যেমন কূল থাকে,
কিন্তু স্রোত আর থাকে না।
আমার হাসিটা নিছক এক মুখোশ,
ভেতরে জমে থাকা কান্নাগুলো
শুধুই দেয়াল শুনে।
আমি মুছে যাই ধীরে ধীরে,
ঠিক রাতের আকাশে মিলিয়ে যাওয়া
একটি তারার মতো—
যার অনুপস্থিতি কেউ টেরও পায় না। 🖤🌸
তুমি ও পাও না জানি আমি 🙂💔 #life hurts 💔🥺 #broken heart #ツ꧁trนē liຖēŞ༒࿐🙂🙂 #😔বাস্তব বড়ো কঠিন 😔 #💔মনভাঙার গল্প
