ShareChat
click to see wallet page
কিল ঘুষি অবশেষে জেল! বরদস্ত নয়! ওয়াকফ নিয়ে রাজ্যে আন্দলোন করা যাবেনা? আন্দলোন নিয়ে কারা বিরোধিতা করেছিল? মুখ খুললেন মেহরাব সিদ্দিকী • SStv Publicআমার মাথায় টুপি আছে বলেই কি আমি প্রতিবাদ করতে পারবো না – এই বজ্রনিনাদেই কেঁপে উঠল গোটা ধর্মতলা। SSTV PUBLIC: গত ২১শে অগাস্ট, ২০২৫। কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, মোহা : কামরুজ্জামান, ইমতিয়াজ আহমেদ সহ বেশ কিছু মুসলিম নেতা ও সংগঠনের নেতৃত্বে সংশোধিত ওয়াকফ আইন ও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ চলছিল। ডোরিনা ক্রসিংয়ে পৌঁছাতেই পুলিশ মিছিল আটকে দেয়। মুহূর্তেই উত্তেজনা, ধস্তাধস্তি, চরম রণক্ষেত্র। আর ঠিক সেই সময়েই নওশাদ পুলিশ অফিসারদের সামনে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে প্রশ্ন ছুঁড়ে দেন "আমার মাথায় টুপি আছে বলেই কি আমি প্রতিবাদ করতে পারবো না।" বিজেপির মিছিল হলে পুলিশকে গালিগালাজ করা হয়, মারধর করা হয়, তবুও প্রশাসন সেভাবে নড়ে না। অথচ মুসলিম সমাজের মানুষ যখন শান্তিপূর্ণ আন্দোলনে নামে, তখনই যেন রাজপথে নেমে আসে দমনপীড়নের ঝড়। নওশাদের সেই একটি সংলাপ তাই মুহূর্তে জনতার বুকের রক্ত গরম করে তোলে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন SSTV PUBLIC এর প্রতিনিধি মেহেদী হাসান। তীব্র ঠেলাঠেলি আর পুলিশের লাঠিচার্জের ভেতর থেকেও তিনি রেকর্ড করেন নওশাদের সেই জ্বলন্ত প্রতিবাদের ভিডিও। আর এই ভিডিওই সর্বপ্রথম SSTV PUBLIC চ্যানেলের মাধ্যমে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়, প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায় নওশাদের সেই চ্যালেঞ্জ ছোঁড়া সংলাপ। পরে পুলিশ নওশাদকে আটক করে নিয়ে যায় জোড়াসাঁকো থানায়। বুকে আঘাত পাওয়ায় তিনি অসুস্থ হন। রাজ্যের নানা প্রান্তে আইএসএফ সমর্থকরা টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে, তীব্র স্লোগানে মুখরিত করে তোলে রাস্তাঘাট। সরকারি কাজে বাধা এবং সম্পত্তি নষ্টের অভিযোগে নওশাদসহ ৯৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু পরদিন ব্যাঙ্কশাল আদালত সবার জামিন মঞ্জুর করে দিলে ফের নতুন উদ্দীপনায় জ্বলে ওঠে আন্দোলন। আজ নওশাদের সেই একটি মাত্র প্রশ্ন রাজ্যের প্রতিটি প্রান্তে প্রতিধ্বনিত হচ্ছে। আমার মাথায় টুপি আছে বলেই কি আমি প্রতিবাদ করতে পারবো না? এটি আর কেবল একজন নেতার উক্তি নয়, এটি এখন এক প্রতীকে পরিণত হয়েছে। সংখ্যালঘু সমাজের বুক ফাটা আর্তনাদ এবং প্রতিবাদের গর্জন এই এক লাইনেই যেন হয়ে উঠেছে। #religion #👩তৃণমূল-TMC🧑 #📢রাজনৈতিক আপডেট🙏 #👩বিজেপি - BJP🧑 #📰রাজ্যের আপডেট📰
religion - ShareChat
00:05

More like this