গজেন্দ্র সিং শেখাওয়াত, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী। তিনি ভারতীয় সংস্কৃতির অন্যতম প্রাণপুরুষ ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম উচ্চারণ করতে গিয়ে দশ বার হোঁচট খাচ্ছেন।
সংসদে দাঁড়িয়ে 'বঙ্কিমদাস', 'বঙ্কিমদা' কত কী নামে সম্বোধন করছে, অজ্ঞতার জন্য এতটুকু অনুতপ্তও নন মোদী সরকারের এই মন্ত্রী! এই বিজেপি নেতারা আবার বাংলা দখলের স্বপ্ন দেখে, এদের নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহ বাংলায় এসে বড় বড় ভাষণ দেন। কেন বিজেপিকে আমরা 'বহিরাগত', 'বাংলা-বিরোধী' বলি, তার প্রমাণ নিজেরাই দেখুন👇 #জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় #সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস #তিন বাটি শুভেন্দু #ছি:ছি: বিজেপি #জয় বাংলা
01:41
