ShareChat
click to see wallet page
প্রতিটি শাস্ত্রের মধ্যে দুই প্রকার জ্ঞান বিদ্যমান থাকে - পরা জ্ঞান এবং অপরা জ্ঞান । আমাদের মান্য শাস্ত্র হলো চার বেদ , ১০৮ উপনিষদ , ১৮ পুরান , ১৮ উপপুরাণ , ৭ সংহিতা এবং ইতিহাস শাস্ত্র অর্থাৎ রামায়ণ এবং মহাভারত , এবং এই সমস্ত শাস্ত্রের মধ্যে সর্বোচ্চ হল শৈবাগম যাকে মহাবেদ বলা হয় । এর বাইরে যত শাস্ত্র রয়েছে কোন শাস্ত্র ই মান্য নয় । আজকাল অনেক জ্ঞানী ব্যক্তি অনেক কিছু বলে কিন্তু তাদের জ্ঞান এতটাই অসম্পূর্ণ যে তারা ত্রিদেব তত্ত্ব পর্যন্ত জানে না 😃 এটাই আমাদের বর্তমান সনাতন সমাজ । কেউ কেউ স্কন্দ পুরাণের রেফারেন্স দিচ্ছে আবার কেউ পদ্মপুরাণের রেফারেন্স দিচ্ছে যে ভগবান শিব হরির দাস 😃 আরে মহামূর্খ সেই কথাগুলো কেন বলা হয়েছে উপরের এবং নিচের শ্লোক গুলো ভালো করে পড়ে দেখ । পদ্মপুরাণ , কূর্ম পুরাণ , লিঙ্গ পুরাণ ,শিব পুরাণ ,বামন পুরাণ এসব জায়গায় স্পষ্ট বলা আছে পরমেশ্বর শিব তার গলায় যে মুন্ডমালা ধারণ করেন সেগুলো ব্রহ্মা এবং বিষ্ণুর তার মানে বুঝলেন তো হে জ্ঞানী মহোদয় প্রত্যেক কল্পে একটা করে ব্রহ্ম এবং বিষ্ণুর অন্ত হয় এবং তাদের মুণ্ডমালা ধারণ করেন সদাশিব কেননা তিনি পরমব্রহ্ম । আরে মহামূর্খ এগুলোতো শংকরাচার্য নিজে স্বীকার করে গেছে সৌন্দর্য লহরীতে । শ্রীকৃষ্ণের যে শ্রীমদ্ভগবত গীতার জ্ঞান সেই জ্ঞান পরমেশ্বর শিবের সেটাও শঙ্করাচার্য তার ব্রহ্মসূত্রের ভাষ্য লিখে গেছে পদ্মপুরাণ উত্তর খন্ডে স্পষ্ট বলা আছে কূর্ম পুরান সহ শিব পুরান ও লিঙ্গ পুরানে রয়েছে অকাল মূর্খের দল কেউ শাস্ত্র পড়ে না নিজেদের মন মতো যা খুশি তাই বলে দেয় । শিব হচ্ছে পরমব্রহ্ম এবং শক্তি হচ্ছে ব্রহ্মবিদ্যা । পরমেশ্বর শিব যখন সৃষ্টির ইচ্ছা প্রকাশ করেন এই ইচ্ছা হলো শক্তি অর্থাৎ দেবী শিবা যাকে পরাশক্তি বলা হয় । পরম শিব যখন নিরাকার লিঙ্গ থেকে প্রকটিত হন তখন তাকে শব্দব্রহ্ম বা নাদব্রহ্ম বলা হয় , নাদ ব্রহ্ম বা শব্দব্রহ্ম হল ওমকার স্বরূপ । অর্থাৎ শিব এবং শক্তির অর্ধনারীশ্বর স্বরূপ । শিব শক্তিকে আশ্রয় করে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন , এবং নিজে জনক হিসেবে সদাশিব রূপে ও শক্তিকে জননী রূপে প্রতিষ্ঠা করেন । প্রত্যেক কল্পে সদাশিবের বামাঙ্গ থেকে বিষ্ণুর জন্ম হয় ( অর্ধনারীশ্বর রূপে শিবের বাম অংশ হলো শক্তি অর্থাৎ প্রকৃতি) তাই নারায়ণ প্রকৃতি তত্ত্ব । যেহেতু ভগবান নারায়ণের দশম অবতার হচ্ছেন শ্রীকৃষ্ণ তাই নারায়ণ প্রক #জয় মা দুর্গা #হর হর মহাদেব #🙏শিবের ওয়ালপেপার🙏 #জয় মাকালী #🙏শিব-পার্বতীর কথা💗
জয় মা দুর্গা - ShareChat

More like this