Swastika Mukherjee: 'কতটা যন্ত্রণা পেয়েছে মেয়েটা, ভাবলেই শরীর খারাপ লাগছে', মুখ্যমন্ত্রীর কাছে পদক্ষেপের আর্জি স্বস্তিকার
আরজি কর কাণ্ডে ন্যায়বিচারের দাবিতে রাজ্যের সর্বত্র আয়োজিত হচ্ছে মিছিল। আজ রবিবাবর মহানগরীর বুকে নাগরিক সমাজের ডাকে শহরের বুক জুড়ে হওয়া মহামিছিলে সেলেব্রিটি থেকে সাধারণ মানুষের কণ্ঠে ধ্বনিত হল একটাই স্লোগান, দফা এক দাবি এক সব দোষীরা শাস্তি পাক। সেখানেই তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন তুললেন স্বস্তিকা থেকে অপর্ণা সেন। দোষীদের শীঘ্র গ্রেফতারির দাবি জানান অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। বিস্তারিত জানুন এই ভিডিয়োতে।