Habib Tanvir Birth Anniversary: হাবিব তানভীর জন্ম শতবর্ষে শহরে নাট্য উৎসব, এলেন নাসিরুদ্দিন-রত্না
থিয়েটারের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নাম হাবিব তানভীর। তাঁর হাত ধরে সৃষ্টি হয়েছে কত কবিতা, নাটক। তিনি ছিলেন জনপ্রিয় অভিনেতাও। থিয়েটারের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নাম হাবিব তানভীর। তাঁরই জন্মশতবর্ষ উপলক্ষে কলকাতায় আয়োজন করা হয়েছে তিনদিন ব্যাপী থিয়েটার ফেস্টিভ্যাল। শুক্রবার কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে আয়োজিত এই নাট্যোৎসবের উদ্বোধনে হাজির ছিলেন নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, সুধীর মিশ্র, রঘুবীর যাদব, নাগিন তনবীর সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। ৩০ অগস্ট শুক্রবার ছিল নাট্যোৎসবের উদ্বোধন। বিস্তারিত জানতে দেখে নিন এই ভিডিয়ো।