জমি বিবাদের জেরে বসিরহাটে তৃণমূল কংগ্রেস কর্মীকে গুলি, এলোপাথাড়ি কোপে খুন
বসিরহাট থানা থেকেও বিশাল পুলিশ বাহিনী হাসপাতাল চত্বর এবং ঘটনাস্থলে যায়। মৃতদেহ এখন ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আনার হোসেন গাজি এলাকায় সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী ছিলেন বলে খবর। একসময় আনার স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়কের আপ্ত সহয়াকের কাজও করতেন। জমি বিবাদের জেরে এই খুন বলে অনুমান করা হচ্ছে।, বাংলার মুখ