উৎসবের মেজাজে ভোট কালীগঞ্জে, নিরাপত্তার বজ্র আঁটুনিতে উপনির্বাচন, নালিশও আছে
বৃষ্টির জন্য প্রথম ভোটারা আসতে পারেনি। বৃষ্টি থামতেই পুরুষ ভোটাররা এসেছেন ভোট দিতে। ভোট দিয়ে তাঁরা কাজে যান। মহিলারা বাচ্চাদের নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েন। ভোট দেওয়ার পর মুখে হাসি দেখা যায়। সময় যত গড়াচ্ছে তত শান্তির ভোট দেখা যাচ্ছে। বিরোধীরা যতই অভিযোগ করুক ভোটারদের লম্বা লাইন অন্য কথাই বলছে।, বাংলার মুখ