যাত্রীবাহী বাসে তীব্র গতিতে সজোরে লরির ধাক্কা, হাওড়ার বাগনানে মৃত ২, আহত ২৬
বাসটি জাতীয় সড়কে উঠতে যাচ্ছিল। তখন একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে যাত্রীবাহী বাসটিতে ধাক্কা মারে। বাসে থাকা একাধিক যাত্রী রাস্তার উপরেই ছিটকে পড়ে কাতড়াতে থাকেন। চিৎকার করতে থাকেন যন্ত্রণায়। পথ দুর্ঘটনার পর জখম যাত্রীদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ এই পথ দুর্ঘটনার। , বাংলার মুখ