ভালোবাসা কথাটা ছোট একটা শব্দ কিন্তু এর গভীরতা অনেক বেশি। ভালোবাসা দিয়ে একটা মানুষ কে সুন্দর করে সাজানো যায় আবার ভালোবাসা নামে প্রতারনা করে মৃত্যু মুখে ঠেলে দেওয়া যাকে বলে মরন যন্ত্রণা।। ভালোবাসা আসলে সত্যি সুন্দর।। ভালোবাসা মানে কী শুধুই চাওয়া পাওয়া ছুঁয়ে দেখা?? না ভালো বাসার জন্য যেটা সবার আগে প্রয়োজন সেটা হলো সুন্দর একটা মন হৃদয় 💓 যে হৃদয়ে অপার ভালোবাসা থাকবে, থাকবে একে অপরকে বোঝা সম্মান করা, সুখ দুঃখের সঙ্গী হওয়া, হোকনা হাজার মাইলের দুরত্ব তাতে কী !! মনের মধ্যে তো সেই মানুষটি আছে, যাকে চোখ বন্ধ করে জড়িয়ে ধরা যায়। ভালোবাসা টিকে থাকে বিশ্বাস এ, যত্নশীল তায়, আর এটাই হল আমাদের ভালোবাসা। যাকে না দেখে থাকতে পারা যায় না। ফোনে কথা বলা কখনো ভিডিও কলে দেখা, হাজার কাজ এর ব্যস্ততার মাঝেও সময় বের করে কথা বলা খোঁজ নেওয়া, একটা মেসেজ আসা দুজন দুজনকে মিস করা এগুলো হলো সত্যি কারের ভালোবাসা যা আমাদের মধ্যে ছিল আছে থাকবে। আমরা একে অপরকে পেয়ে ভিষন খুশি 🤗🤗 আমার ভালোবাসা শুধু তুমি লাভ ইউ 🌹 #📃প্রেমপত্র📃 #💕ভালোবাসা মানেই তুমি💑 #🥰কাপল রোমান্স ❤ #💘প্রেমিক-প্রেমিকা💖 {[{-1}]} ❤️শুভ ❤️🌹