#🎥অভিনেতাকে জোর করে চুম্বন অনুরাগীর😙 #🎬 ট্রেন্ডিং ভিডিও🎬 অনুরাগীর ভালোবাসায় মহা বিপদে পড়েছিলেন অভিনেতা আদিত্য রায় কাপুর। দু'দিন আগেই ভাইরাল হয়েছিল আদিত্য রায় কাপুরকে এক মহিলা অনুরাগীর জোর করে চুমু খেতে যাওয়ার ভিডিয়ো। বাউন্সার থাকা সত্ত্বেও ওই মহিলাকে সামলাতে নাজেহাল হন আদিত্য। নাছোড়বান্দা ওই অনুরাগী ঠিকই করেছিলেন, যেভাবেই হোক তিনি 'আশিকি-২' তারকাকে চুমু খাবেন। এবার এই ঘটনা মুখ খুলেছেন আদিত্য রায় কাপুর।

00:23