এই একমুঠো ভরা জীবন,
আর কত-শত চাওয়া–পাওয়া,
দৈনন্দিন খেলা-ধুলো —
আর বিকেলের মিষ্টি হওয়া।
আর ছোট-ছোট দৃশ্য —
ধুলো হয়ে উড়ে যায়,
হাতের নাগালে আসে না।
ভুলে যাই আমরা —
নিজেদেরই কত গান,
ডায়েরিতে লেখা হয় না…!
Hallelujah আজকের বিকেল,
Hallelujah ছড়িয়ে চারিদিকে,
Hallelujah পুরোনো একটা গান,
Hallelujah বলে একটু হেসে যান।
#সূর্যাস্ত ফোটোগ্রাফি⛅📷 #📝কবিতা 🖊 #📝মনের ডায়েরি ✍ #শুভ সন্ধ্যা #Photography


