#🌹স্পেশাল প্রেমের শায়েরি💕 #🥺তোমায় আজও মনে পড়ে💔 #❤তোমার অপেক্ষায়💑 #💔এই একলা ঘর আমার দেশ #💔মনভাঙার গল্প #কেমন_আছো?
সে কখনও নিজেকে “পারফেক্ট” মেয়ে বলে দাবি করেনি। শুধু জানত—ভালোবাসলে অর্ধেক নয়, পুরোটা দিতে হয়। তাই সে দিয়েছিল। সময় দিয়েছিল, বিশ্বাস দিয়েছিল, আর নিজের ভেতরের নীরব কষ্টগুলোও লুকিয়ে রেখেছিল হাসির আড়ালে।
ছেলেটার জীবনে তখন ঝড়। কাজের চাপ, ব্যর্থতা, রাগ—সব এসে পড়ত তার উপর। সে অভিযোগ করেনি। ভেবেছিল, প্রিয় মানুষটার খারাপ সময় মানে নিজের শক্ত হয়ে দাঁড়ানোর সময়। সবাই যখন দূরে সরে গিয়েছিল, সে তখনও থেকে গিয়েছিল।
একদিন ছেলেটা বলল,
“তুমি খুব বেশি সিরিয়াস।”
সে কিছু বলেনি। কেউ বুঝতে চায় না—কিছু মেয়ে সিরিয়াস হয় কারণ তারা খেলতে নয়, গড়তে আসে।
ধীরে ধীরে ছেলেটার চোখে সে হয়ে উঠল ভার। যত্নগুলো চাপ, অপেক্ষাগুলো বাধ্যবাধকতা। অথচ সে কখনও প্রতিদান চায়নি—শুধু একটু বোঝা চেয়েছিল।
শেষদিন ছেলেটা বলেছিল,
“আমার মনে হয় তুমি বদলে গেছ।”
সে সেদিন প্রথমবার নিজের ভেতরটা দেখেছিল—আসলে সে বদলায়নি, সে শুধু ক্লান্ত হয়ে পড়েছিল।
চলে যাওয়ার সময় সে পেছনে তাকায়নি। কারণ যে মেয়ে নিজের সবটুকু দেয়, সে অপমান নিয়ে থাকতে জানে না। সে বিশ্বাসঘাতক ছিল না—সে শুধু সেই মানুষটা ছিল, যে শেষ পর্যন্ত সত্যিকারের ভালোবাসা দিয়েছিল।
সব মেয়েরা বিশ্বাসঘাতক হয় না।
কিছু মেয়ে থাকে—যাদের হারানোর পরেই বোঝা যায়, ভালোবাসা মানে কী ছিল।
Follow now for more post's from #srexpressions16


