ভালোবাসি—
কিন্তু অধিকার নেই।
এই স্বীকারোক্তিটা মুখে আনা যতটা সহজ,
বুকের ভেতর বয়ে নেওয়া ততটাই কঠিন।
এ যেন নীরব কোনো নদী—
জল আছে, স্রোত আছে, গভীরতা আছে,
শুধু গন্তব্য নেই।
আমি দাঁড়িয়ে আছি তোমার তীরের বিপরীতে,
দূর থেকে দেখি,
কিন্তু ছুঁতে পারি না।
তোমার জীবনে আমার উপস্থিতি আছে—
কিন্তু পরিচয় নেই।
আমার অনুভূতি আছে—
কিন্তু দাবি নেই।
আমার অপেক্ষা আছে—
কিন্তু তোমাকে ডাকার অধিকার নেই।
ভালোবাসা কখনো কখনো
দুই হাত জড়িয়ে ধরা নয়—
দুই হাত ছেড়ে দিয়েও
একই দিকে তাকিয়ে থাকা।
তুমি হয়তো জানো না,
তোমার হাসির আড়ালে
আমি আমার পুরো দিনটা লুকিয়ে রাখি।
তোমার কণ্ঠের স্বাভাবিকতার ভেতরে
আমি খুঁজি একটু আলাদা সুর—
যেটা শুধু আমার জন্য হবে…
কিন্তু হয় না।
আমি তোমাকে চাই—
তোমাকে নিজের করে নয়,
তোমার ভালো থাকার ভেতরে
নিজেকে হারিয়ে রেখে।
এই যে দূরত্ব—
এটা দেয়াল না,
এটা নীরব সম্মান।
তুমি যার,
তোমার পৃথিবী যেখানে গড়া,
সেখানে ঝড় হয়ে ঢুকতে মন চাইলেও
আমি হাওয়া হয়ে পাশ কাটাই।
কারণ ভালোবাসি বলেই
তোমার জীবনে অশান্তি হতে চাই না।
রাতে যখন শহরটা চুপ হয়ে যায়,
কলকাতার পুরোনো ট্রামের লাইনের মতো
মনে পড়ে যায় কিছু অসম্পূর্ণ পথ।
ভাবি—
যদি অন্য কোনো সময়ে দেখা হতো,
যদি গল্পটা অন্যভাবে শুরু হতো…
হয়তো আজ আমার হাতেই থাকত তোমার হাত।
কিন্তু জীবন “যদি” দিয়ে চলে না।
তাই আমি অনুভূতিটাকে বদলাইনি,
শুধু তার ঠিকানাটা বদলে দিয়েছি—
তোমার কাছ থেকে
আমার ভেতরে।
এখন তোমাকে ভালোবাসা মানে
তোমাকে পাওয়া নয়,
তোমার নাম শুনলে চুপ করে হাসা।
তোমার সুখের খবর পেলে
নিজের কষ্টটা লুকিয়ে রাখা।
অনেকেই ভাবে
অধিকার ছাড়া ভালোবাসা টেকে না।
কিন্তু তারা জানে না—
সবচেয়ে দীর্ঘস্থায়ী ভালোবাসাগুলোই
নীরব হয়, অদৃশ্য হয়,
কিন্তু শেষ হয় না।
আমি অনুজ এটা বুঝি—
সব ভালোবাসা সংসার পায় না,
কিছু ভালোবাসা শুধু প্রার্থনা হয়ে বেঁচে থাকে।
তাই দূর থেকেই বলি—
ভালো থেকো।
কারণ তোমার সুখের ভেতরেই
আমার ভালোবাসার শেষ আশ্রয়।
আর আমি?
আমি সেই নীরব নদীই থাকি—
বুক ভরা স্রোত নিয়ে,
তোমার দিকেই বয়ে চলি,
জানি পৌঁছাবো না,
তবু থামি না।
— অনুজ কুমার পাল
#নীরব_ভালোবাসা #অধিকারহীন_প্রেম #মনখারাপের_লেখা #অনুভূতির_ডায়েরি #AnujPaul #🎬আমার Acting ভিডিও🎭 #🎁 ShareChat Rewards⭐ #Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise


