ShareChat
click to see wallet page
search
উত্তরপ্রদেশের মুরাদাবাদের হিন্দু ডিগ্রি কলেজ আজ আর শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়—এটি পরিণত হয়েছে আগুনে ঝলসানো এক ভয়াবহ অপরাধস্থলে। পরীক্ষার খাতা হাতে নিয়ে যখন ভবিষ্যতের স্বপ্ন বুকে করে বেরোচ্ছিলেন বি.কম ছাত্র ফরহাদ আলী, ঠিক তখনই তাঁর ওপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে একজন তরুণ শিক্ষার্থী জীবন্ত অগ্নিকুণ্ডে পরিণত হন—চিৎকার, ধোঁয়া আর আতঙ্কে কেঁপে ওঠে পুরো ক্যাম্পাস। সহপাঠীদের দ্রুত হস্তক্ষেপে তিনি প্রাণে বাঁচলেও, এই নৃশংস হামলা প্রশ্ন তুলে দিয়েছে—কলেজ কি আজ শিক্ষার স্থান, নাকি অপরাধের নিরাপদ আশ্রয়? পুলিশ একে ‘প্রাঙ্ক’ বলতে চাইলেও, ফরহাদের পোড়া শরীর ও পোড়া স্বপ্ন সেই তত্ত্ব মানতে নারাজ। দেশ জুড়ে উঠছে একটাই দাবি—এই বর্বরতার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, নইলে আগুন আগামীকাল আরও বহু স্বপ্নকে গ্রাস করবে। #খবর #লেটেস্ট খবর #📰দেশের আপডেট📰 #ছি: বিজেপি ছি: #বিজেপি হঠাও দেশ বাচাও।
খবর - পরিশ্বের দরবারে লজ্জিত ভারতঃ কলেজ ক্যাম্পাসে ফরহাদ আলীকে পেট্রোল ঢেলে আগুন -মানবতা আজপ্রশ্নের মুখেছ لچ হিন্দুডিগ্রিকেলেজেোমুসলিমযুরক গোয়েপট্রোল লেজ্বালিয়ে দওয়ার EMAD MOHAMMAD LASKAR EMAD MOHAN^ LASIP পরিশ্বের দরবারে লজ্জিত ভারতঃ কলেজ ক্যাম্পাসে ফরহাদ আলীকে পেট্রোল ঢেলে আগুন -মানবতা আজপ্রশ্নের মুখেছ لچ হিন্দুডিগ্রিকেলেজেোমুসলিমযুরক গোয়েপট্রোল লেজ্বালিয়ে দওয়ার EMAD MOHAMMAD LASKAR EMAD MOHAN^ LASIP - ShareChat