#💑প্রেমের কবিতা✍️ !!!! প্রতিশ্রুতির !!!!
কলম ঃ অমিত দন্ডপাট
তোমাকে ভুলতে গিয়েই আমি কবিতাকে ভালোবাসি।
কবিতার সাথে এখন দিব্যি রাত কাটাই,
ওকে নিয়েই আমার স্বপ্ন ওর সাথে করি খেলা।
সকাল-বিকেল রাত্রি নাহয় সন্ধ্যেবেলা।
এখন আর কোন অভিযোগ নেই,
মিথ্যে প্রতিশ্রুতির দাস হতে হয়না।
এখন আমি বাঁচতে শিখেছি।
কবিতা আমাকে হাঁটতে শিখিয়েছে,
দেখেছি পৃথিবী আসল সাদা কালো রূপ।
এখন আমি অন্ধ নয়।
লাল নীল পদ্মের আলিঙ্গন,
মিথ্যে প্রতিশ্রুতি ফিরিয়ে দিতে চাই তোমাকে।
এখন আমি কবিতাকে ভালোবাসি।

