আমাকে অবহেলা করা যায়,
আমি প্রতিবাদ করবো না,
কারণ ভালোবাসা মানে অধিকার নয়;
এটা চুপচাপ পাশে থাকার নাম।
তুমি দূরে সরে যেতে পারো, আমি টানবো না,
কারণ জোর করে কেউ কারো হয় না,
শুধু মনে থেকে যায় কিছু অমলিন স্মৃতি।
আমাকে ভুল বুঝতে পারো, আমি তর্কে যাবো না,
কারণ সম্পর্ক টিকে থাকে বোঝাপড়ায়, প্রমাণে নয়।
তুমি চাইলেই আমায় ভুলে যেয়ো,
আমি কষ্ট পাবো ঠিকই,
তবু তোমার মঙ্গল কামনা করবো।
কারণ সত্যিকারের ভালোবাসা
কখনো অভিমান শেখে না।
💔😅💯 #broken heart #life hurts 💔🥺 #ツ꧁trนē liຖēŞ༒࿐🙂🙂 #😔বাস্তব বড়ো কঠিন 😔 #💔একাকিত্ব জীবন💔


