ম্যাচ হারের প্রথম কারন অধিনায়ক, না বোলারদের ঠিক মতো ব্যাবহার করেছেন পুরো সিরিজে, না ব্যাট হাতে দায়িত্ব নিয়েছেন, প্রথম দুটো ম্যাচ অর্ধশতরান করলেও সেভাবে দায়িত্ব নিতে পারেননি । আজ রোহিত শর্মা আউট হবার পর, তার উচিত ছিল বিরাট কোহলির সঙ্গ দেওয়া, পার্টনারশিপটাকে বড় করা । শ্রেয়াস আইয়ারও দায়িত্বজ্ঞানহীন ভাবে ব্যাট করেছেন । টপ অডারে বিরাট কোহলির সঙ্গে একজন দায়িত্ব নিলে, আজ সিরিজটা গম্ভীর-শুভমনের মুকুটে যেত । নিউজিল্যান্ড প্রথমবার ভারতের মাটিতে ওডিআই সিরিজ জিতলো । ঘরের মাটিতে যা এতদিন গর্বের রেকর্ড ছিল, কোচ গৌতম গম্ভীররে কোচিংয়ে টেস্ট হোয়াইটওয়াশ, ওডিআই সিরিজ হার সব দেখতে হলো ।
#⚽স্পোর্টস আপডেট 🏏 #🇮🇳টিম ইণ্ডিয়া🏏 #👑কিং কোহলির বিরাট সেঞ্চুরি🔥👑 #🏏আমার প্রিয় ক্রিকেটার❤ #🔥ভারত-পাক ক্রিকেট যুদ্ধ🔥


