#💔এই একলা ঘর আমার দেশ #😔বাস্তব বড়ো কঠিন 😔 #🔥FREEFIRE🎮 #😍আমার পছন্দের স্টেটাস😍 #💘ভালোবাসার শুভেচ্ছা মানুষ যা কিছু মুখে বলতে পারে না, সেইসব শব্দ চোখ দিয়ে আঁকে।
মানুষ চায় তার সামনের মানুষটা অনায়াসেই বুঝে নিক তার চোখের শব্দ। পড়ে ফেলুক বুকের মধ্যে জমে থাকা যাবতীয় দীর্ঘ দীর্ঘশ্বাস! ঠান্ডা লাগা ধাতের মতো বয়ে বেড়ানো মনখারাপ! থমথমে মেঘ জমা মুখের পাশে মুখ এনে বলুক, "কোথাও যায়নি আমি। কোথাও যাওয়ার নেই আমার তোমাকে ছাড়া।"কান্নার একটু আগে চোখের কোণটা জ্বালা করে উঠলে, বুকের সরু গলিপথ দিয়ে সে এসে দাঁড়াক চোখের চৌকাঠে। জানতে চাক কিসের এতো দুঃখ তার অহর্নিশি!

